ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগে শোনা গিয়েছিল, অভিনেত্রী রূপসা (Rupsa Chatterjee) আপাতত শুটিং ফ্লোরে ফিরবেন না। তিনি তাঁর একরত্তিকে সামলাতেই ব্যস্ত। কারণ ক্ষুদে এখন খুবই ছোট। অপরদিকে তিনি ভ্লগিং নিয়ে ব্যস্ত ছিলেন । কিন্তু এবার শোনা গেল, তিনি সেটে ফিরেছেন। কোন কাজে দেখা দিতে চলেছেন অভিনেত্রীকে? নতুন করে ছোট পর্দায় কি খলনায়িকার চরিত্রে ফিরলেন? নাকি কোনও বড় প্রজেক্টের কাজে ফিরলেন? কী শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে?
দর্শকের মনে জায়গা (Rupsa Chatterjee)
অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee) বেশ জনপ্রিয় মুখ। ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ, সবেতেই নিখুঁত অভিনয়। তাঁর অভিনয় অনুরাগীদের মন বারংবার জয় করেছে। তিনি সদ্য মা হয়েছেন। তাঁর ক্ষুদের বয়স মাত্র চার মাস। এবার তিনি কাজে ফিরছেন। এছাড়াও অভিনেত্রী ভ্লগিং করে থাকেন। তাঁর একরত্তির নানা রকম ভিডিও দর্শক দেখতে পায় সমাজ মাধ্যমে। মাঝে শোনা গিয়েছিল, তিনি পুরোপুরি ভাবে এটাকেই পেশা হিসেবে বেছে নেবেন। কারণ বেশিরভাগ সময়ে তিনি ভ্লগিংয়ের সঙ্গে যুক্ত থাকেন। যদিও তা নিছক গুঞ্জন।
অভিনয় সত্তা (Rupsa Chatterjee)
অভিনয়ই হল অভিনেতা-অভিনেত্রীর অন্যতম পরিচয় (Rupsa Chatterjee)। অভিনয়ের মধ্যে দিয়ে অভিনেতা- অভিনেত্রীরা দর্শকের মনে জায়গা করে নেন। দর্শকের মনে প্রিয় আইকন হিসেবে থেকে যান। আর এক্ষেত্রে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় মনে করেন, তিনি যতই ভ্লগিং করুন, অভিনয়েই তিনি ফিরবেন। অভিনয় করতে তিনি খুব ভালোবাসেন। তবে তিনি ধারাবাহিককে নয় , ওয়েব সিরিজে ফিরছেন। এই মুহূর্তে নতুন কাজ নিয়ে বিশদে কিছু প্রকাশ্যে আনেননি।
আরও পড়ুন: Nusraat Faria: কারাগারে গোটা রাত, জামিন পেলেন নুসরাত! কী বললেন অভিনেত্রীর আইনজীবী?
ক্ষুদে বড় হতেই ফিরছেন অভিনয়ে
সাম্প্রতিক সময়ে টলিউডের বহু অভিনেত্রী মা হয়েছেন। সেই তালিকায় অনিন্দিতা (Anindita Raychaudhury), শ্রীময়ী (Sreemoyee Chattoraj) থেকে শুরু করে রূপসা (Rupsa Chatterjee) রয়েছেন। প্রত্যেকে কিন্তু পুনরায় কাজে ফিরছেন। তাঁরা একদিকে যেমন মা, অন্যদিকে অভিনেত্রী। তাঁরা তাঁদের যে অভিনয়ের সত্তা তা কখনোই বিসর্জন দিতে পারেন না। তাই ক্ষুদেরা একটু বড় হতেই নিজেদের মতো শুটিংয়ে ফিরছেন। কিছুদিন আগেই শ্রীময়ীকে দেখা গিয়েছে মেয়ে কৃষভিকে রেখে শুটিং ফ্লোরে ফিরতে। তাঁকে দেখা যাচ্ছে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিককে। অন্যদিকে অনিন্দিতা ফিরেছেন ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে। এবার সেই তালিকায় এলেন রূপসা। যদিও রূপসা ধারাবাহিকে নয়, ফিরেছেন ওয়েব সিরিজে।
আরও পড়ুন: Phulki: ফুলকির ৭০০ পর্ব সেলিব্রেশনে নেই শার্লি, কোথায় গেলেন? মন খারাপ অভিষেকের!
ক্ষুদেকে সাথে নিয়ে ফিরলেন ফ্লোরে
ছোট্ট ক্ষুদেকে কোলে নিয়ে সেটে হাজির হলেন অভিনেত্রী। ক্ষুদে খুবই ছোট ,বাইরের খাবার খেতে শেখেনি। তাই অভিনেত্রী তাকে সাথে করে সেটে নিয়ে আসেন। সাথে রূপসার মা’ও ছিলেন। মাতৃত্বকালীন অবস্থাতেও অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে । মাতৃত্বকালীন অবস্থাতে ‘বিনোদিনী :একটি নটীর উপাখ্যান’ প্রচারে ছিলেন তিনি। তখন তাঁর গোটা পরিবারকে পাশে থাকতে দেখা গেছে। আর এখন ছোট্ট ক্ষুদেকে সামলাতে অভিনেত্রীর মাকে দেখতে পাওয়া গেল।