ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনব কায়দায় ছেলের নাম প্রকাশ্যে আনলেন টলি অভিনেত্রী (Tollywood actress) রূপসা চ্যাটার্জি (Rupsa Chatterjee)। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। এভাবেও যে নাম প্রকাশ করা যায়, তা দেখে অবাক অনুরাগীরা। রবিবাসরীয় সন্ধ্যায় রীতিমত বড়সড় চমক দিয়েছেন রূপসা এবং সায়নদীপ (Sayandeep Sarkar)। নেমপ্লেটে আগুন দিয়ে ছেলের নাম সামনে এনেছেন। এ বছরের জন্মদিন (Birthday) সায়নদীপের কাছে এত স্পেশাল কেন?
ফ্ল্যাটের দরজায় আগুন জ্বালান রূপসা! (Rupsa Chatterjee)
রূপসার অনুরাগীরা বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন, অভিনেত্রীর (Rupsa Chatterjee) ছেলের নাম জানার জন্য। অবশেষে ছেলের নাম জানিয়েছেন রূপসা-সায়নদীপ। যে পদ্ধতিতে জানিয়েছেন, তা দেখে নেটিজেনরা বলছেন, একেবারেই অন্যরকম। রূপসা নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, রূপসাদের ফ্ল্যাটের দরজা। আর সেই দরজায় প্রত্যেকের নাম লেখা। তবে সাদা কাগজ দিয়ে আড়াল করা হয়েছে একটি নাম। সেই কাগজে প্রদীপ দিয়ে আগুন ধরিয়ে দেন অভিনেত্রী।
রূপসার ছেলের নাম কী? (Rupsa Chatterjee)
সাদা কাগজটি পুড়ে যেতেই বেরিয়ে আসে আড়ালে থাকা নামটি। নামটি হল অগ্নিদেব সরকার। রূপসা (Rupsa Chatterjee) এবং সায়নদীপের ছেলের নাম। দরজার উপরেই লেখা রয়েছে সরকার ফ্যামিলি। সেখানে এক এক করে লেখা রয়েছে মিতা সরকার, প্রসূন সরকার, তারপর রূপসা চ্যাটার্জি সরকার এবং সায়নদীপ সরকার। এই চারটি নাম রয়েছে একটি গোল প্লেটের ওপর। ঠিক তার নিচে গাছের পাতার স্টাইলে প্লেটের উপর লেখা রয়েছে অগ্নিদেব সরকার (Agnidev Sarkar) ।
নামের প্রশংসা
যখন অভিনেত্রী কাগজে আগুন ধরিয়ে দিচ্ছিলেন, তখন স্বাভাবিক ভাবেই অনেকের মাথায় প্রশ্ন আসছিল, এ আবার কি! যদিও মুহূর্তে সেই জল্পনার অবসান হয়েছে। এমন অভিনব ভাবনা দেখে বহু অনুরাগীরা রীতিমত অবাক। রূপসার পোস্ট দেখে কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই অভিনেত্রীর ছেলের নামের প্রশংসা করেছেন।
নামের অর্থ
বাবা মায়ের সঙ্গে নাম মিলিয়ে নয়, অভিনেত্রী রূপসা তাঁর খুদের নামে রেখেছেন আভিজাত্যের ছোঁয়া । একদম আলাদা প্লেটে বড় বড় অক্ষরে রয়েছে নতুন সদস্যের নাম। রূপসার কথায়, আগুনের দেবতা অগ্নিদেব। নামটা তাদের দুজনের খুব পছন্দের। আসলে অগ্নি নামটা রূপসা ঠিক করেছিলেন। আর সায়ন ‘দেব’ জুড়েছেন। ওই নামের মধ্যে বাবা-মা দুজনের নামের ছোঁয়া রয়েছে। যদিও ছেলের ভালো নাম অগ্নিদেব হলেও, রূপসা তাকে আদর করে ডাকেন ডুগ্গু বলে। এছাড়াও খুদের বহু ডাক নাম রয়েছে। রূপসার মা তাকে ডাকেন হিরো বলে।
আরও পড়ুন: Anuradha Roy: “সিরিয়ালে ভাবনা চিন্তা করে কাজ করার সুযোগ নেই”! ট্রাইব টিভিতে অকপট অনুরাধা রায়
সায়নদীপের জন্মদিনে বিশেষ উপহার
সায়নদীপ ছেলেকে বলেন জুনিয়র। জন্মের পর এই প্রথম খুদে সদস্য সায়নদীপের বাড়িতে পা রাখল। তাও আবার নিজের বাবার জন্মদিনের আগের রাতে। গোটা বাড়ি সায়নদীপ নিজের হাতে সাজিয়েছিলেন। বাড়িতে ছেলের আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি। কারণ এবারের জন্মদিন তাঁর জীবনের অন্যতম সেরা জন্মদিন। এই বছরের জন্মদিনের সেরা উপহার তার ছেলে।