ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের বয়স মাত্র এক মাস। আর তার মধ্যেই মা হতে চলেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। চলতি বছরের পুজোর (Pujo) মাসেই গাঁটছড়া বেঁধেছিলেন সায়নদীপ সরকারের (Sayandeep Sarkar) সঙ্গে। দীর্ঘদিনের প্রেমিক। গত বছর আইনি বিয়েও সেরে ছিলেন। তারপর হুট করেই সামাজিক বিয়ে (Social marriage) সেরে ফেলেন, কয়েক মাস আগে।
হঠাৎ বিয়ে (Rupsa Chatterjee)
চলতি বছর ডিসেম্বরে (December) সামাজিক বিয়ের কথা থাকলেও, পুজোর মাঝেই বিয়ে করে নেন। যা নিয়ে ট্রোলও হতে হয়েছিল। যদিও অভিনেত্রী (Rupsa Chatterjee) সকলের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, পারিবারিক কিছু সমস্যার জন্য বিয়ে এগিয়ে এনেছেন। তবে এবার যে খবরটা দিলেন তা শুনে, নেটিজেনরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। হঠাৎ সন্তান হওয়ার খবর দিয়ে কার্যত চমকে দিলেন অনুরাগীদের। দুই থেকে তিন হচ্ছেন শীঘ্রই। শিশু দিবসে ঘোষণা করলেন এই তারকা দম্পতি।
ট্রোল হয়েছেন দম্পতি (Rupsa Chatterjee)
২০২৪ এর ডিসেম্বরে সামাজিক বিয়ের কথা থাকলেও, হঠাৎ করেই তারা সিদ্ধান্ত আর পাল্টে ফেলেন পুজোর সময় বিয়ে করে নেন। যা নিয়ে এই দম্পতিকে (Rupsa Chatterjee) কম ট্রোল হতে হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আশ্বিন মাসে বিয়ে হয় না। কিন্তু সেই মাসেই কী না অভিনেত্রী রূপসা বিয়ে করলেন। যদিও সেই সময় অভিনেত্রী চুপ করে থাকেন। বেশ কয়েকদিন ধরে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান পালন হয়েছে। অভিনেত্রী তারপর হানিমুনে গিয়েছেন। সেখান থেকেও শেয়ার করেছেন ছবি। তারপর হঠাৎ করে চমকে দিলেন অনুরাগীদের।
কী লিখলেন স্বামী?
ক্যাপশনে অভিনেত্রীর স্বামী সায়নদীপ লিখলেন, “আজ থেকে সমস্ত শিশু দিবস আমাদের কাছে বিশেষ হতে চলেছে। কারণ আমাদের জীবনে খুদে সদস্য আসছে”। দু’জনকে একটি কেকও কাটতে দেখা গিয়েছে। পিঙ্ক ও আকাশী রঙের কেকে লেখা “মম এন্ড ড্যাড টু বি”। হাতে ছিল একটা ছবি। এছাড়াও ছবিতে বাচ্চাদের জুতো দেখা গিয়েছে।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee Daughter: লন্ডন থেকে এসেছে কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে! নাজেহাল বাবা-মা
খুশি দম্পতি
ছবি দেখে বোঝাই যাচ্ছে, রুপসা আর সায়নদীপ এখন ভীষণ খুশি। পরিবারে নতুন সদস্য আসছে বলে কথা। এই জুটির প্রেম পর্ব শুরু হওয়ার পর, বেশিদিন দেরি করেনি। কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তারা দ্রুত সংসার শুরু করবেন। সেই অনুযায়ী আইনিমতে বিয়ে করেন।
আরও পড়ুন: Deepika Padukone: দীপিকাকে হাসতেই দেখতে চান, বিবাহবার্ষিকীতে রণবীর জানালেন মনের কথা
পরিবারে খুশির জোয়ার
নতুন ফ্ল্যাটে নিজেদের সংসার গোছান। তারপর কিছুদিন পরেই সামাজিক বিয়ে। এখন পরিবারে আসছে নতুন সদস্য। বিয়ের মাত্র এক মাসের মাথায় মায়ের মা হওয়ার খবর দিতেই অনেকে ট্রোল করছেন। কিন্তু এই বিতর্ক আপাতত দূরে থাক অভিনেত্রীর পরিবারে এখন খুশির জোয়ার। এত বড় খবরে আপাতত নতুন খুদের জন্য অপেক্ষা করছেন রূপসার অনুরাগীরা।