Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন আবারও ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিল(Russia Ukraine War)। মাস চারেক আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করার কথা বলেছিলেন ট্রাম্প। এবার সেই অবস্থান থেকে সরে এসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক রিপোর্টে জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের বাহিনীর লাগাতার আকাশ হামলা ঠেকাতে ইউক্রেন সেনার হাতে আবারও উন্নত ক্ষেপণাস্ত্র তুলে দিতে চলেছে আমেরিকা।
ট্রাম্প বললেন, “ওদেরও আত্মরক্ষা করতে হবে” (Russia Ukraine War)
নিজেই রাশিয়া-ইউক্রেন সংঘাতে কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করলেও বর্তমান পরিস্থিতি দেখে সিদ্ধান্ত পাল্টালেন ট্রাম্প(Russia Ukraine War)। বলেন, “আমরা ওদের (ইউক্রেনকে) আরও কিছু অস্ত্র পাঠাচ্ছি। ওদেরও তো আত্মরক্ষা করতে হবে। ওদের উপর ভয়াবহ হামলা হচ্ছে।”
তাঁর প্রশাসনের এই অবস্থান বদল প্রথম ফেব্রুয়ারি মাসের ঘোষণার বিপরীত। তখন ‘ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপ’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প সরকার।
রুশ বাহিনীর অগ্রগতি, চাপ বাড়ে আমেরিকার উপর (Russia Ukraine War)
গত তিন মাসে ইউক্রেনের কয়েক হাজার বর্গকিমি এলাকা দখল করে নিয়েছে পুতিনের সেনাবাহিনী(Russia Ukraine War)। এমনকি কুর্স্ক অঞ্চলের কিছু অংশও রুশ নিয়ন্ত্রণে এসেছে। এতে ইউক্রেনের ঘাড়ে নেমে আসে তীব্র সামরিক চাপ।
এই পরিস্থিতিতে আমেরিকার অবস্থান বদল এক রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মার্কিন কংগ্রেস ও ইউরোপীয় মিত্রদের চাপে থাকা ট্রাম্পের (Donald J. Trump) সামনে আপোস ছাড়া উপায় ছিল না বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ফিরতে পারে (Russia Ukraine War)
ছ’মাস আগে ট্রাম্প প্রশাসন রাশিয়ার উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল। এখন তা আবারও আরোপের কথা ভাবা হচ্ছে, জানালেন ট্রাম্প। তাঁর কথায়, “রাশিয়ার বর্তমান কার্যকলাপ আমাদের সন্তুষ্ট করছে না। নতুন নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনাধীন।”

শান্তির বার্তা মস্কোর, সতর্ক ট্রাম্প (Russia Ukraine War)
এই পরিস্থিতিতে ক্রেমলিন থেকে এসেছে শান্তির বার্তা। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমরা আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামত করতে আগ্রহী।”
তবে সেই সঙ্গে তাঁর খোঁচা,“ট্রাম্প বুঝতে পারছেন যে এই সংঘাত তাঁর কল্পনার থেকেও অনেক বেশি জটিল। এত সহজে সমাধান হবে না।” ট্রাম্প প্রশাসনের অবস্থান বদল দেখিয়ে দিল, রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ঘিরে জিও-পলিটিক্স এখনও কতটা অস্থির। রাজনৈতিক বক্তব্য বা অভ্যন্তরীণ চাপ যতই থাক, মাঠে যখন আগুন জ্বলছে, তখন মার্কিন অস্ত্রই আশার আলো ইউক্রেনের কাছে। এখন দেখার, এই সামরিক সহায়তা রুশ আগ্রাসন রুখতে কতটা কার্যকর হয়(Russia Ukraine War)।