Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের “বিষয়হীন আলোচনা ও অব্যাহত আগ্রাসী আচরণ”-এ বিরক্ত আমেরিকার প্রাক্তন এবং সম্ভাব্য ভবিষ্যৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Russia Ukraine War)। ইউক্রেনের হাতে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দিতে চলেছে আমেরিকা, কিন্তু সেই সাহায্য মিলবে শর্তসাপেক্ষে — দাম পুরোপুরি দিতে হবে কিভ প্রশাসনকে। রবিবার স্পষ্ট ভাষায় সেই বার্তাই দিলেন ট্রাম্প (Donald J. Trump)।
কী বললেন ট্রাম্প? (Russia Ukraine War)
রবিবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠাব(Russia Ukraine War)। ওরা মরিয়া হয়ে চাইছিল। কিন্তু আমরা কোনও কিছুই ফ্রি দেব না। এটা আমাদের জন্য একটা ব্যবসা।” তিনি আরও বলেন, “আমি এখনই সংখ্যার ব্যাপারে রাজি হইনি, তবে তারা কিছু পাবে — কারণ তাদের সুরক্ষার প্রয়োজন। কিন্তু ১০০ শতাংশ মূল্য দিতে হবে।” এই বক্তব্যে স্পষ্ট, ট্রাম্পের দৃষ্টিতে ইউক্রেনকে সামরিক সহায়তা সহানুভূতির প্রশ্ন নয়, বরং বাণিজ্যিক লেনদেন।
ইউক্রেনের প্রতিক্রিয়া ও প্রস্তুতি (Russia Ukraine War)
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ‘প্যাট্রিয়ট’ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার নিরবচ্ছিন্ন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এই ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন তিনি।
ট্রাম্প-পুতিন সম্পর্ক ও ক্ষোভ (Russia Ukraine War)
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের অন্যতম প্রধান মুখ ট্রাম্প রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছেন(Russia Ukraine War)। কিন্তু বাস্তবে, পুতিনের সঙ্গে ছ’বার কথা বলার পরেও কোনও রফা হয়নি, যার মধ্যে গত ছয় সপ্তাহে চারবার যোগাযোগ হয়েছে।
রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প ক্ষোভের সঙ্গে বলেন, “পুতিন সুন্দরভাবে কথা বলেন, কিন্তু সন্ধ্যা নামলেই মানুষকে বোমা মারেন। ওঁর আচরণে আমরা সবাই হতবাক।”তিনি আরও বলেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, তত পুতিনের দ্বিচারিতা ও অনড় মনোভাব প্রকাশ পাচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষণ (Russia Ukraine War)
- প্যাট্রিয়ট (Patriot Air Defense System) হচ্ছে আমেরিকার অন্যতম আধুনিক বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি।
- এটি দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং যুদ্ধবিমান ঠেকাতে সক্ষম।
- ইউক্রেন ইতিমধ্যেই সীমিত পরিমাণে এই প্রযুক্তি পেয়েছে, কিন্তু রাশিয়ার সাফল্য ঠেকাতে আরও ইউনিটের প্রয়োজন।

যুদ্ধবিরতির সম্ভাবনা কোথায়? (Russia Ukraine War)
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ থেমে থাকেনি(Russia Ukraine War)। যুদ্ধের ২.৫ বছরের মাথায়ও কোনও টেকসই যুদ্ধবিরতির দিকনির্দেশ দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প ও পুতিনের আলোচনায়ও কোনও স্পষ্ট সমাধানের আভাস নেই।

আরও পড়ুন: Earthquake in Indonesia : ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ফের জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে ৬.৮
ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, “এই যুদ্ধ মানবিক নয়, বরং ভীষণ রাজনৈতিক ও বাণিজ্যিক”— স্পষ্ট করে দিচ্ছে তাঁর প্রশাসনের কৌশলগত দৃষ্টিভঙ্গি। ইউক্রেনকে সহায়তা থাকবে, তবে মূল্য দিয়ে কিনে নিতে হবে সেই সহায়তা। পুতিনের প্রতি প্রকাশ্য ক্ষোভ এবং ইউক্রেনের প্রতি শর্তসাপেক্ষ সমর্থন — ট্রাম্পের নীতি ভবিষ্যতের ভূরাজনীতিকে কোন দিকে মোড় নেবে, এখন সেটাই নজরকাড়া বিষয়।