Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ফোনালাপে মূলত ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান নিয়ে কথা বলেছেন (Russia Ukraine War)। শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদী নিজেই এ কথা জানান। পাশাপাশি ভারত-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি এবং আন্তর্জাতিক-আঞ্চলিক নানা বিষয়ে আলোচনাও হয় দুই রাষ্ট্রপ্রধানের।
শান্তি ও স্থিতিশীলতায় জোর (Russia Ukraine War)
মোদি এক্স পোস্টে লিখেছেন, ‘‘আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি(Russia Ukraine War)।’’ তাঁর মতে, ভারত ও ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্ব বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কথোপকথনে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল।
ইউক্রেন সংঘাত ও ভারতের অবস্থান (Russia Ukraine War)
প্রায় তিন বছর আগে রাশিয়ার হামলার মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের সূত্রপাত। সেই সময় থেকেই পশ্চিমা দেশগুলি মস্কোর উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফ্রান্সও সেই তালিকায় রয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে বেশিরভাগ দেশ। তবে ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। মার্কিন প্রশাসনের দাবি, এর ফলে রাশিয়ার হাতে যুদ্ধ চালানোর অর্থ জোগাচ্ছে ভারত। কিন্তু দিল্লি বরাবরই বলেছে, তারা কেবলমাত্র জাতীয় স্বার্থ ও জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে।

আরও পড়ুন : China Cyber Attack : আমেরিকার উপর চিনের সাইবার হানা! ঝুঁকিতে মার্কিন নাগরিকদের তথ্য
শান্তি প্রচেষ্টায় সক্রিয় নয়াদিল্লি (Russia Ukraine War)
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত কখনও প্রকাশ্যে পক্ষ নেয়নি। বরং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই সবসময় জোর দিয়েছে। মোদী সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন, আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও আলোচনায় বসেছেন। শান্তিচেষ্টায় ভারত সব পক্ষের সঙ্গেই সমানতালে যোগাযোগ রেখে চলেছে।
ফরাসি অবস্থান ও পশ্চিমি দেশগুলির প্রতিশ্রুতি (Russia Ukraine War)
সম্প্রতি ফ্রান্স সফরে গিয়ে জ়েলেনস্কির সঙ্গে দেখা করেন মাক্রোঁ। পরে তিনি জানান, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেনের সুরক্ষার জন্য ২৬টি দেশ একটি সহায়তা বাহিনী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তবে পুতিন ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন, ইউক্রেনে বিদেশি সেনা পাঠানো হলে তারা রুশ সেনাদের নিশানায় পরিণত হবে।
আরও পড়ুন : VinFast Debut In India : ভারতীয় বাজারে পা রাখল ভিয়েতনামের ইভি নির্মাতা “ভিনফাস্ট”
আন্তর্জাতিক মহলে যেখানে ক্রমশ রাশিয়া-বিরোধী অবস্থান স্পষ্ট হচ্ছে, সেখানে ভারত কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে সমাধানের পথে হাঁটতে চাইছে। মাক্রোঁর সঙ্গে মোদীর এই ফোনালাপ শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করল না, বরং ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তিপূর্ণ উদ্যোগের প্রয়োজনীয়তাও সামনে আনল।