ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে এবার মধ্যস্থতায় উদ্যোগ নিয়েছে আমেরিকা(Russia Ukraine War)। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসেই ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) জানান, তিনি এই যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কয়েক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও শান্তি চুক্তি স্বাক্ষর হয়নি। এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছে আমেরিকার প্রশাসন। পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত অগ্রগতি না হলে শান্তি প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে নেবে ট্রাম্প সরকার।
প্যারিস সফরে মার্কো রুবি (Russia Ukraine War)
এই বিষয়ে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবি প্যারিস সফরে ইউরোপীয় এবং ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জানান, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কয়েক দিন বা সপ্তাহের মধ্যে যদি কোনও অগ্রগতি না হয়, তাহলে আমরা এই প্রচেষ্টায় আর থাকব না(Russia Ukraine War)। আমাদের অন্যান্য আন্তর্জাতিক বিষয়েও মনোযোগ দেওয়া প্রয়োজন।”
সংঘাত বন্ধে আগ্রহী ট্রাম্প (Russia Ukraine War)
রুবির এই মন্তব্য স্পষ্টতই জানিয়ে দেয়, ট্রাম্প প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের ভূমিকা নিয়ে দ্বিতীয়বার ভাবতে শুরু করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট এখনও এই সংঘাত বন্ধে আগ্রহী এবং আশাবাদী যে এপ্রিল বা মে মাসের মধ্যে শান্তি চুক্তির পথে এগোনো সম্ভব। কিন্তু বাস্তবে যুদ্ধ থামার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

আরও পড়ুন : India US Relation : মোদীর সঙ্গে ফোন আলাপে মাস্ক! শুল্ক যুদ্ধের মধ্যেই প্রযুক্তি নিয়ে আলোচনা
দীর্ঘ সংঘাত (Russia Ukraine War)
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে তিন বছরের বেশি সময় ধরে(Russia Ukraine War)। এই দীর্ঘ সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করতে একাধিকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে আলোচনা করেছে। ট্রাম্প নিজে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গেও কথাবার্তা চালিয়ে গিয়েছেন।

নতুন করে উত্তেজনা (Russia Ukraine War)
তবে সব আশার মধ্যেও সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার একটি হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়(Russia Ukraine War)। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট জ়েলেনস্কি বলেন, “ট্রাম্প যেন ইউক্রেনে এসে নিজের চোখে রাশিয়ার ধ্বংসযজ্ঞ দেখে যান।” তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ তাঁর পূর্বসূরি জো বাইডেনের ব্যর্থতা এবং তিনি এর কোনও দায় নেবেন না।
আমেরিকা মধ্যস্থতার চেষ্টা ত্যাগ (Russia Ukraine War)
বিশ্লেষকদের মতে, আমেরিকা মধ্যস্থতার চেষ্টা ত্যাগ করলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো-র ভূমিকা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন দেখার, মার্কিন প্রশাসনের এই চাপ রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার টেবিলে বসাতে পারে কিনা।