ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় সাড়ে তিন বছরের যুদ্ধ। লক্ষ প্রাণহানি, অনন্ত ধ্বংস। এর মাঝেই রবিবার রাশিয়ার ৪০টি সামরিক বিমান ধ্বংস করেছে ইউক্রেন (Russia Ukraine War)। অথচ তার ঠিক এক দিনের মধ্যে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ইস্তানবুলে আবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছে রাশিয়া এবং ইউক্রেন। আলোচনার কেন্দ্রবিন্দু: যুদ্ধবিরতি।
কখন বৈঠক হবে? (Russia Ukraine War)
স্থানীয় সময় সোমবার দুপুর ১টায় ইস্তানবুলের ঐতিহাসিক সিরাগান প্রাসাদে, যা বর্তমানে বিলাসবহুল হোটেল, বসবে বৈঠক(Russia Ukraine War)। ইউক্রেনের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ, রাশিয়ার তরফে নেতৃত্ব দেবেন ক্রেমলিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। আলোচনায় উপস্থিত থাকতে পারেন আমেরিকার বিশেষ দূতও, এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প-ঘনিষ্ঠ কূটনীতিক কিথ কেলগ। যদিও রবিবার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমানঘাঁটিতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তবুও এখনও পর্যন্ত কোনও পক্ষই আলোচনায় অনীহার বার্তা দেয়নি। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো ফোনে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ-কে অনুরোধ করেছেন, “শান্তির পথে ফিরে আসার এখনই সময়।”
তৃতীয় পক্ষের ছাড়াই মধ্যস্থতা (Russia Ukraine War)
এবারের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে, এটি হচ্ছে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই(Russia Ukraine War)। গত ১৭ মে তুরস্কেই প্রথমবার এই ফর্ম্যাটে আলোচনা হয়েছিল, যেখানে যুদ্ধবন্দি বিনিময়ে ঐকমত্য হলেও যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেই বৈঠকের সাফল্যের নিরিখেই এবার বড় প্রত্যাশা তৈরি হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—বৈঠক সফল হবে তো?

পাল্টা শর্তে জটিলতা (Russia Ukraine War)
রাশিয়া আগেই এক ‘স্মারকলিপি’ পাঠিয়েছে কিভ-কে, যেখানে শান্তির শর্ত হিসেবে নেটো থেকে ইউক্রেনের সরে আসা, সামরিক ব্যয় হ্রাস এবং রাশিয়া অধিকৃত অঞ্চলের উপর দাবি ছাড়ার মতো কিছু দুঃসাধ্য প্রস্তাব রয়েছে(Russia Ukraine War)। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি পাল্টা তিন দফা শর্ত দিয়েছেন,
- সম্পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি
- সব যুদ্ধবন্দির মুক্তি
- রাশিয়ায় অপহৃত ইউক্রেনীয় শিশুদের ফেরত
এই শর্তগুলো রাশিয়ার কাছে আপাতত অগ্রহণযোগ্য বলেই আন্তর্জাতিক কূটনীতিকরা মনে করছেন।

পুতিন-জেলেনস্কি বৈঠক আদৌ সম্ভব? (Russia Ukraine War)
জ়েলেনস্কি আবারও সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Putin Direct) সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। মস্কো জানিয়েছে, প্রতিনিধিদল কোনও চুক্তিতে পৌঁছালে তবেই জ়েলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক সম্ভব।

বিশ্ব নজর রাখছে (Russia Ukraine War)
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বার বার ইউক্রেনের নেতৃত্ব বদলের দাবি জানিয়েছে রাশিয়া(Russia Ukraine War)। পশ্চিমা দেশগুলি বলছে, রাশিয়া আসলে যুদ্ধবিরতির নামে ইউক্রেনের মাটি দখলের চেষ্টা করছে। এই অবস্থায় মুখোমুখি আলোচনার মাধ্যমে বাস্তব কিছু অর্জিত হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবু এত সংঘাত, প্রাণহানি ও অস্থিরতার মধ্যে রাশিয়া-ইউক্রেনের এ ধরনের প্রত্যক্ষ শান্তি আলোচনা যে একটি বড় কূটনৈতিক প্রয়াস, সে বিষয়ে দ্বিমত নেই। বিশ্ব আজ তাকিয়ে রয়েছে ইস্তানবুলের দিকে—এই বৈঠক কি সত্যিই যুদ্ধের অবসান সূচিত করতে পারবে?