ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ফের ভয়াবহ রুশ হামলা। শনিবার সকালে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বোমার সম্মিলিত আক্রমণে কেঁপে উঠল এই সীমান্তবর্তী শহর(Russia Ukraine War)। এই হানায় মৃত্যু হয়েছে অন্তত তিন জনের, আহত অন্তত ২২ জন। শহরের মেয়র জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এত ব্যাপক আক্রমণের শিকার হল খারকিভ।
তীব্রতা বাড়ছে যুদ্ধের (Russia Ukraine War)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে টানা তিন বছর ধরে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে (Russia Ukraine War)। গত রবিবার ইউক্রেনের ড্রোন হানায় রাশিয়ার অন্তত পাঁচটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। দাবি, ওই হামলায় ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত এবং অন্তত ১১টি ধ্বংস হয়েছে। তার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া (Putin) একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেনের শহরগুলিতে।শুক্রবার রাতে রাজধানী কিভে ড্রোন হানা চালায় রুশ সেনা। তার ঠিক পরের দিন, শনিবার সকালেই হামলা হয় খারকিভে, যা রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। খারকিভ শহরের মেয়র ইহর তেরখোভ এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “যুদ্ধ শুরু হওয়ার পর এই শহর এই প্রথম এত ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে।”
হামলার ভয়াবহতা কতটা?(Russia Ukraine War)
খারকিভ প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার রুশ বাহিনী শহরের উপর ছুড়েছে মোট ৪৮টি ড্রোন, দু’টি ক্ষেপণাস্ত্র এবং চারটি বোমা(Russia Ukraine War)। এই আক্রমণে শহরের ১৩টি বসতবাড়ি ও ১৮টি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল ও একাধিক সরকারি ভবনও।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শহরজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন ভয়াবহ অবস্থা তারা আগে কখনও দেখেননি।

আরও পড়ুন: Elon Musk : মাস্ককে রাশিয়া দেবে ‘রাজনৈতিক আশ্রয়’? নতুন জল্পনা উস্কে দিলেন রুশ পার্লামেন্ট সদস্য
ইউক্রেনের পাল্টা দাবি(Russia Ukraine War)
ইউক্রেন সেনার দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ২০৬টি ড্রোন হামলা চালিয়েছে গোটা দেশে(Russia Ukraine War)। এর মধ্যে অন্তত ৮৭টি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি কিভের। এছাড়াও দু’টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র-সহ মোট ৯টি ক্ষেপণাস্ত্রও ছোঁড়া হয়েছে ইউক্রেনের দিকে।সেনা মুখপাত্র জানিয়েছেন, ‘‘রাশিয়া এখন এক ভয়াবহ আক্রমণাত্মক কৌশলের পথে হাঁটছে। আমরা প্রতিটি আক্রমণের কড়া জবাব দিচ্ছি।’’

আরও পড়ুন: Big Beautiful Bill : ভারতের উপর কী প্রভাব পড়বে ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এর ?
আন্তর্জাতিক প্রতিক্রিয়া(Russia Ukraine War)
এই পরিস্থিতিতে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, নাগরিকদের উপর এই ধরনের ‘অসামরিক’ হামলা যুদ্ধাপরাধের শামিল। তবে মস্কো কোনও আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা করছে না বলেই ধারণা বিশ্লেষকদের।
আগামীর আশঙ্কা(Russia Ukraine War)
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ইউক্রেনের প্রতিটি ‘সাংবাদিক বা সামরিক উসকানির’ জবাব দেওয়া হবে ‘যথোপযুক্ত ভাবে’। ফলে, কিভ বা খারকিভেই নয়— ইউক্রেনের অন্য শহরগুলিও যে রুশ আগ্রাসনের মুখে পড়তে চলেছে, সেই আশঙ্কা ক্রমশ বাড়ছে।