ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাপে পড়েই পাল্টা ঘুঁটি ফেলল ইউক্রেন। বুধবার রাতে রুশ ভূখণ্ড কুর্স্কে ইউক্রেনীয় সেনার প্রতিআক্রমণে নিহত হলেন রুশ নৌবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল মিখাইল এভজেনিভিচ গুডকভ(Russia Ukraine War)। রাশিয়ার তরফে গুডকভের মৃত্যুর খবর স্বীকার করে নেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়ার এত উচ্চপদস্থ সেনা আধিকারিক কোনও পাল্টা হামলায় নিহত হলেন। ফলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
ইউক্রেনের হামলার নেতৃত্বে শীর্ষ জেনারেল (Russia Ukraine War)
ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার জেনারেল ওলেকজ়ন্ডার সিরস্কি বুধবারই জানিয়েছিলেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে তাঁদের বাহিনী পাল্টা আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণের ফলেই প্রাণ হারান রুশ মেজর জেনারেল গুডকভ। এই এলাকাটি যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চল হিসেবে চিহ্নিত। সেখানেই গত কয়েক দিনে ইউক্রেন সেনার উপস্থিতি ও সাফল্য বেড়েছে।
নিহত গুডকভ ছিলেন পুতিনের ঘনিষ্ঠ (Russia Ukraine War)
গুডকভ ছিলেন রাশিয়ার অন্যতম দক্ষ এবং অভিজ্ঞ সামরিক অফিসার(Russia Ukraine War)। ইউক্রেন যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন। ২০২৩ সালে যুদ্ধক্ষেত্রে ‘বীরত্বপূর্ণ নেতৃত্বের’ জন্য তাঁকে রাশিয়ার সর্বোচ্চ সামরিক সম্মান ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ সম্মানে ভূষিত করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin)। এই ঘটনার পরে ক্রেমলিনের সামরিক পরিকল্পনায় এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: India Pakistan Tensions : সিঁদুর অভিযানের সময় ‘পরমাণু যুদ্ধের আশঙ্কা’— স্বীকার করল পাকিস্তান!
শরতের আগেই কিভ দখলের পরিকল্পনা রাশিয়ার (Russia Ukraine War)
রাশিয়ার তরফে যুদ্ধ জোরদার করতে গত জুন মাস থেকেই নতুন করে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে(Russia Ukraine War)। কিভ ও চেরনিহিভ-সহ গুরুত্বপূর্ণ শহরগুলিকে শরতের আগেই দখল করার নির্দেশ দিয়েছেন পুতিন। এই অভিযানে অংশ নিচ্ছে প্রায় এক লক্ষ রুশ সেনা। যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি ১২০০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। ফলে সংখ্যায় কম ইউক্রেন বাহিনীর উপর চাপে রয়েছে প্রবল সাঁড়াশি আগ্রাসন।
ইউক্রেনের পাল্টা কৌশল (Russia Ukraine War)
এই পরিস্থিতিতেই ইউক্রেন প্রতিরোধের পাশাপাশি পাল্টা আক্রমণ কৌশল নিয়েছে বলে মত সামরিক বিশ্লেষকদের। প্রতিরক্ষা বজায় রাখতে গিয়ে কেবলমাত্র পিছু হটার বদলে তারা এখন ‘হিট-ব্যাক’ পন্থায় চলছে। কুর্স্কে গুডকভের মৃত্যুই তার উদাহরণ। এই কৌশলে রুশ বাহিনীর মনোবলে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Russia Afghanistan Relation : তালিবান সরকারকে প্রথম স্বীকৃতি রাশিয়ার!
ইউক্রেনের শক্তিশালী বার্তা (Russia Ukraine War)
গুডকভের মৃত্যু শুধু সামরিক দিক দিয়েই নয়, প্রতীকী অর্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ(Russia Ukraine War)। একদিকে ইউক্রেনের শক্তিশালী বার্তা—তারা এখনও হার মানেনি, অন্যদিকে রাশিয়ার কাছে বড় প্রশ্নচিহ্ন—যুদ্ধ কি সত্যিই তাদের নিয়ন্ত্রণে? এই ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধক্ষেত্রে কৌশল ও পরবর্তী দিকনির্দেশনা কোন পথে যায়, তা আগামী দিনে নজরে থাকবে গোটা বিশ্বের।