Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাঝেই শীতের আগে নতুন পাল্টা অভিযান শুরু করেছে ইউক্রেন সেনা(Russia Ukraine War)। গত সপ্তাহ থেকে ডনেৎস্ক অঞ্চলে ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী। ইউক্রেন সেনার দাবি, যুদ্ধের ১২৯৫তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তারা ৬২ বর্গকিলোমিটার অঞ্চল রুশ দখল থেকে মুক্ত করেছে।
প্রতিরোধে সফল ইউক্রেন (Russia Ukraine War)
পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল, অর্থাৎ ডনেৎস্ক এবং লুহানস্ক—দুই অঞ্চল মিলে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল গত চার মাসে(Russia Ukraine War)। এই এলাকায় ধারাবাহিক ভাবে জমি হারাচ্ছিল ইউক্রেন সেনা। তবে বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্ডার সিরস্কি জানান, রুশ বাহিনী একাধিক জায়গায় প্রতিরোধ ভাঙতে না পেরে পিছু হটতে বাধ্য হয়েছে।
রাশিয়ার দাবির পেছনের কৌশল কী? (Russia Ukraine War)
ডনবাসের বাসিন্দাদের বড় অংশ জাতিগতভাবে রুশ(Russia Ukraine War)। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঠিক আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin) এই ডনেৎস্ক ও লুহানস্ককে “স্বাধীন রাষ্ট্র” হিসেবে স্বীকৃতি দেন। পরে এই অঞ্চলসহ জ়াপোরিজিয়া ও খেরসনে রাশিয়ার নিয়ন্ত্রিত গণভোট করিয়ে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা করে মস্কো। পুতিন সরকারের দাবি, ওই চার অঞ্চলের ৮০ শতাংশেরও বেশি মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে সম্মত হয়েছিলেন।

আরও পড়ুন : Supreme Court : অয়ন শীলের জামিনের আবেদন খারিজ,৬ মাসে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
ইউক্রেনের পাল্টা লড়াই
এর আগে জাপোরিজিয়া ও খেরসনের একাধিক অংশ ইউক্রেন সেনা রুশ দখল থেকে ফিরিয়ে এনেছিল(Russia Ukraine War)। সামরিক বিশ্লেষকদের মতে, এবার ডনেৎস্ক অঞ্চলই ইউক্রেন বাহিনীর প্রধান লক্ষ্য। শীত নামার আগে যতটা সম্ভব ভূখণ্ড পুনর্দখল করার চেষ্টা করছে কিভে, কারণ বরফে ঢেকে গেলে যুদ্ধ আরও কঠিন হয়ে উঠবে।
ডনেৎস্কে সাম্প্রতিক ইউক্রেন অভিযানের সাফল্য নিঃসন্দেহে জেলেনস্কির জন্য বড় মনোবল বৃদ্ধি(Russia Ukraine War)। তবে রাশিয়ার সামরিক শক্তি ও দীর্ঘমেয়াদি কৌশল এখনও এই যুদ্ধে বড় বাধা। এখন দেখার বিষয়, শীতের আগেই ইউক্রেন কতটা ভূখণ্ড পুনর্দখল করতে পারে এবং এই লড়াই নতুন কোন মোড় নেয়।
আরও পড়ুন : US Tariff War : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি জট কাটতে পারে শীঘ্রই, ইঙ্গিত যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূতের
পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল, অর্থাৎ ডনেৎস্ক এবং লুহানস্ক—দুই অঞ্চল মিলে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল গত চার মাসে। এই এলাকায় ধারাবাহিক ভাবে জমি হারাচ্ছিল ইউক্রেন সেনা। তবে বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্ডার সিরস্কি জানান, রুশ বাহিনী একাধিক জায়গায় প্রতিরোধ ভাঙতে না পেরে পিছু হটতে বাধ্য হয়েছে।