Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাশিয়ার আক্রমণে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে কিয়েভ(Russia Ukraine War)। এই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতনচুক বৃহস্পতিবার জানান। তিনি আরও জানান, অধিকাংশ নাবিক বেঁচে গিয়েছেন, তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
আক্রমণের তথ্য প্রকাশ করা হয়নি (Russia Ukraine War)
ইউক্রেনীয় পক্ষ এখনও জাহাজটির নাম, সঠিক স্থান ও সময় প্রকাশ করেনি(Russia Ukraine War)। তবে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের নৌবাহিনীর ড্রোন হামলায় ইউক্রেনীয় নৌবাহিনীর মাঝারি আকারের রেকি জাহাজ ‘সিমফেরোপল’ ডুবে যায়। হামলাটি হয়েছে দানিয়ুব নদীর মোহনায়। যদিও এ নিয়ে ইউক্রেনীয় সেনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজটির নাম নিশ্চিত করা হয়নি।
প্রথমবার ড্রোন ব্যবহারের দাবি (Russia Ukraine War)
রাশিয়া (PUTIN) জানিয়েছে, এই প্রথমবার ইউক্রেনের যুদ্ধজাহাজকে ডুবাতে তারা মানববিহীন নৌড্রোন (unmanned surface vessel) ব্যবহার করেছে। সামরিক বিশ্লেষক ডেনিস ফেদুতিনভ জানান, ড্রোনটি দূর থেকে নিয়ন্ত্রণ করেই হামলা চালানো হয়।
ইউক্রেনের পাল্টা হামলার দাবি (Russia Ukraine War)
অন্যদিকে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা বিভাগ দাবি করেছে, তারা আজভ সাগরে একটি রুশ ক্ষেপণাস্ত্রবাহী ছোট যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। রাশিয়ার টেমরিউক উপসাগরে অবস্থানরত জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

আরও পড়ুন : PM Modi Visit Japan : ভারত-জাপান অংশীদারিত্ব পারস্পরিক আস্থার প্রতীক, টোকিও সফরে বললেন মোদি
কৃষ্ণসাগর ও আজভ সাগরে চলমান সংঘাত (Russia Ukraine War)
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কৃষ্ণসাগরে বহুবার রুশ নৌবহরের উপর ইউক্রেন হামলা চালিয়েছে(Russia Ukraine War)। এর মধ্যে কয়েকটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। তবে ইউক্রেনের নৌবাহিনীর ক্ষতি এতদিন তুলনামূলকভাবে বিরল ছিল। এই ঘটনাটি সেই তালিকায় নতুন সংযোজন।
রাশিয়া এর আগে কৃষ্ণসাগরে একাধিক বেসামরিক জাহাজকেও টার্গেট করেছে, যাদের মধ্যে বিদেশি মালবাহী জাহাজও ছিল। ফলে সমুদ্রপথে চলাচল নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

আরও পড়ুন : Daruma Doll Gift To Modi : জাপান সফরে দারুমা পুতুল উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদি! কী এই পুতুল?
প্রতীকী গুরুত্ব (Russia Ukraine War)
এই হামলা শুধু একটি নৌবাহিনীর জাহাজ ডোবার ঘটনা নয়, বরং যুদ্ধের নতুন কৌশলগত দিককেও সামনে নিয়ে এসেছে। মানববিহীন ড্রোন দিয়ে নৌযুদ্ধ শুরু হওয়ায় ভবিষ্যতে রাশিয়া–ইউক্রেন সংঘাতে সমুদ্রপথের সংঘর্ষ আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা বিভাগ দাবি করেছে, তারা আজভ সাগরে একটি রুশ ক্ষেপণাস্ত্রবাহী ছোট যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। রাশিয়ার টেমরিউক উপসাগরে অবস্থানরত জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।