Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে কূটনৈতিক সরগরমি চরমে উঠেছে(Russia Ukraine War)। বৈঠকের আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক সেরে নিচ্ছেন। বুধবার তিনি জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছে চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি নেন। সূত্রের খবর, একই দিনে ট্রাম্পের সঙ্গেও তাঁর ভার্চুয়াল বৈঠক হতে পারে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন।
ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগ (Russia Ukraine War)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বারবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প(Russia Ukraine War)। তাঁর মতে, মস্কো ও কিভ উভয়পক্ষকেই কিছু জমি ছাড়তে হবে শান্তিচুক্তির জন্য। যদিও এই প্রস্তাব ইউক্রেন ও অনেক ইউরোপীয় দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, কারণ বর্তমানে রুশ সেনা ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে আছে। ফলে জেলেনস্কির অনুপস্থিতিতে পুতিনের সঙ্গে বৈঠক ইউক্রেনের স্বার্থবিরোধী হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
জেলেনস্কির অবস্থান(Russia Ukraine War)
ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া এখনও যুদ্ধবিরতিতে রাজি নয় এবং নতুন করে হামলার পরিকল্পনা করছে। তাঁর লক্ষ্য, ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ইউক্রেনের অবস্থান ও স্বার্থ স্পষ্টভাবে তুলে ধরা, যাতে আন্তর্জাতিক মহল চাপ সৃষ্টি করে মস্কোকে যুদ্ধ থামাতে বাধ্য করে।

আরও পড়ুন : Indian Army : উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ নস্যাৎ করলো সেনা, সংঘর্ষে শহিদ এক জওয়ান
পুতিনের বিরল সফর (Russia Ukraine War)
প্রায় এক দশক পর মার্কিন মুলুকে পা রাখতে চলেছেন পুতিন। ১৫ অগস্টের এই সাক্ষাৎকার তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরই আন্তর্জাতিক আলোচনায় ছিল, আর এবার সেটি সরাসরি ইউক্রেন যুদ্ধ সমাধানের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
শান্তি নোবেল বিতর্ক (Russia Ukraine War)
ট্রাম্প দাবি করেছেন, বিশ্বব্যাপী সংঘাত থামাতে তাঁর উদ্যোগের জন্য তিনি একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। পাকিস্তান, ইজরায়েল, আজেরবাইজান ও আর্মেনিয়ার নেতারা তাঁর এই দাবিকে সমর্থনও করেছেন। যদিও পশ্চিমা বিশ্বে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আরও পড়ুন : SC On Stray Dogs : দিল্লি থেকে পথকুকুর সরানোর নির্দেশ ঘিরে তোলপাড়, খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির
বিশ্বের নজর শুক্রবারের বৈঠকে (Russia Ukraine War)
জেলেনস্কি, ট্রাম্প ও পুতিন—তিন নেতার পরবর্তী পদক্ষেপ এখন আন্তর্জাতিক রাজনীতির মূল ফোকাস। শুক্রবারের বৈঠকে ট্রাম্পের দাবি অনুযায়ী “প্রথম দু’ মিনিটেই” বোঝা যাবে কোনও চুক্তির সম্ভাবনা আছে কি না। তবে যুদ্ধবিরতি হবে নাকি সংঘাত আরও জটিল আকার নেবে, তা নির্ভর করছে এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টার ফলাফলের উপর।