ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইউক্রেন যুদ্ধ(Russia-Ukraine War) বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করছেন তিনি। তিন বছর পূর্তির মুখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার ইঙ্গিত মিলেছে সোমবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের সরকার তা মেনেও নিল। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে মঙ্গলবার সৌদি আরবে ওয়াশিংটন-মস্কো উচ্চপর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক হবে। জানা যাচ্ছে বুধবার তাতে যোগ দিতে পারেন জ়েলেনস্কি। রুশ কর্মকর্তাদের সাথে বৈঠক করতে সৌদি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।
সৌদি আরবের জন্য একটি বড় অর্জন (Russia-Ukraine War)
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এমন মন্তব্য করেন(Russia-Ukraine War)। সৌদি আরব যে কূটনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়েছে, তা বোঝা যায় ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তে। সম্প্রতি ইউক্রেন ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সৌদি আরবকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে, যা এক সময় প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া সৌদি আরবের জন্য একটি বড় অর্জন বলে মনে করা হচ্ছে।
আরবে যাচ্ছেন ভলোদিমির জ়েলেনস্কি (Russia-Ukraine War)
২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণার পরেই দু’পক্ষের যুদ্ধ(Russia-Ukraine War) শুরু হয়েছিল। রবিবার রাতে ট্রাম্প জানিয়েছিলেন ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিনের মনোভাব ‘ইতিবাচক’ বলেও দাবি করেছিলেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর মুখোমুখি বৈঠক হবে বলেও জানিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার সৌদি আরবে যাচ্ছেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শামিল হতে পারেন তিনি।
আরও পড়ুন: Jibanananda Das Birthday: জন্মদিনে বরিশালের মানুষ কীভাবে স্মরণ করলেন কবি জীবনানন্দ দাশকে?
আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
ইউক্রেনে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য গতকাল সোমবার সৌদি আরব পেঁৗছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসন ও ক্রেমলিনের মধ্যে যোগাযোগ স্থাপনে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিয়াদ। তাদের সহযোগিতায় গত সপ্তাহে এক দফা বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে। এছাড়া পৃথকভাবে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যুক্ত আছে রিয়াদ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শনিবার ফোনে আলাপ করেছেন রুবিও।
জেলেনস্কিও শান্তি প্রতিষ্ঠা করতে চান
২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘২৪ ঘণ্টার মধ্যে’ ইউক্রেন যুদ্ধ(Russia-Ukraine War) শেষ করবেন। ক্রেমলিন জানিয়েছে, প্রায় ৯০ মিনিট কথা বলেছেন দুই নেতা। এই ফোনালাপে দুই নেতা একমত হয়ে বলেন, ‘একত্রে কাজ করার এখুনি সময়’। জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার ফোন কলটি ‘গুরুত্বপূর্ণ’ ছিল। সেখানে ট্রাম্প তাকে পুতিনের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত জানিয়েছেন। জেলেনস্কির সঙ্গে কথা বলে ট্রাম্প জানান, ‘প্রেসিডেন্ট পুতিনের মতো জেলেনস্কিও শান্তি প্রতিষ্ঠা করতে চান।’