ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া (Russia USA)। প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোমবার স্পষ্ট করে দিয়েছেন, “আমরা ট্রাম্পের কোনও সময়সীমা মানব না।”
ট্রাম্পের সময়সীমার নাটকীয় পরিবর্তন (Russia USA)
গত ১৪ জুলাই ট্রাম্প (Donald J. Trump) মস্কোকে কিভের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছনোর জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন(Russia USA)। সেই সঙ্গে সতর্ক করেছিলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হয়, তবে রাশিয়ার বাণিজ্যিক মিত্রদের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
কিন্তু সোমবার আচমকাই ট্রাম্প সেই সময়সীমা কমিয়ে বলেন,“পুতিনের হাতে ১০-১২ দিনের বেশি সময় নেই। যদি এর মধ্যে শান্তিচুক্তি না হয়, রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক চাপে পড়তে হবে।”
ট্রাম্পের যুক্তি, “৫০ দিন অপেক্ষা করার কোনও মানে হয় না। দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।”
রাশিয়ার কড়া জবাব (Russia USA)
রাশিয়ার প্রতিক্রিয়া এসেছে মেদভেদেভের মুখে(Russia USA)। তিনি বলেন,“ট্রাম্প নিজেই নতুন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি আরও ঘোরালো করেছেন। যুদ্ধবিরতি নিয়ে পদক্ষেপ রাশিয়া তার অবস্থান মেনেই করবে। বাইরের কারও চরম সময়সীমা মেনে নেওয়ার প্রশ্নই নেই।”

যুদ্ধক্ষেত্রে নতুন উত্তেজনা (Russia USA)
এদিকে, তুরস্কের ইস্তানবুলে মস্কো ও কিভের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। শুক্রবার থেকে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে হামলা শুরু করেছে। সোমবার যুদ্ধের ১২৫০তম দিনে কিভ-সহ একাধিক বড় শহরে আকাশপথে বোমাবর্ষণ করে পুতিনসেনা।

আরও পড়ুন: Top 5 Special Force : বিশ্বের সবচেয়ে দক্ষ ৫টি স্পেশাল মিলিটারি ফোর্স!
পরিস্থিতি কোন দিকে? (Russia USA)
রাশিয়ার অবস্থান ও ট্রাম্পের হুঁশিয়ারি, উভয়ই বর্তমান কূটনৈতিক অচলাবস্থাকে আরও গভীর করছে। একদিকে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন আরও জোরালো হচ্ছে, অন্যদিকে রাশিয়া পশ্চিমা চাপকে চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। যুদ্ধবিরতির কোনও ইতিবাচক অগ্রগতি না হলে, আগামী দিনগুলোতে সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।