ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাড়ির স্নানঘর, বেসিন বা কলের জিনিসপত্র ঝকঝকে রাখতে কে না চায় বলুন তো (Rust)? কিন্তু সময়ের সঙ্গে এই সব জিনিসে জলের খনিজ, লোহা ও অক্সিজেনের সংস্পর্শে ধীরে ধীরে গড়ে ওঠে এক প্রকার বাদামি বা লালচে আস্তরণ—যা আমরা মরচে (Rust) বলে চিনি।
শাওয়ার হেড থেকে হঠাৎ করে জল ঠিকঠাক বেরোচ্ছে না, বেসিনের কল হয়ে উঠেছে রুক্ষ ও বিবর্ণ, আর বাথরুমে ঢুকলেই মনে হয় সব কিছু বিবর্ণ হয়ে গেছে—এ সবই কিন্তু নিয়মিত পরিষ্কার না করার ফল।
তবে চিন্তার কিছু নেই। মরচে পরিষ্কার করতে কোনও দামি কেমিক্যাল লাগবে না। ঘরেই থাকা সহজ কিছু উপকরণ দিয়েই আপনি শাওয়ার, কল বা বেসিনকে ফিরিয়ে দিতে পারেন নতুনের মতো উজ্জ্বলতা ও কার্যকারিতা। নিচে রইল এমনই ৪টি কার্যকরী ঘরোয়া উপায়, যা একসঙ্গে ব্যবহার করা যাবে বাথরুমের প্রায় সব ধাতব জিনিসে।
সাদা ভিনিগার ও বেকিং সোডার মিশ্রণ (Rust)
সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি। শাওয়ার হেড, বেসিনের কল বা বাথরুম ট্যাপ—সব ক্ষেত্রেই এটি দারুণ কাজে দেয়।
লেবুর রস ও নুনের মিশ্রণ (Rust)
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ও নুনের ঘষা মরচে তুলতে অসাধারণ কার্যকর।
আলু ও ডিটারজেন্ট
আলুতে থাকা অক্সালিক অ্যাসিড মরচে তুলতে স্বাভাবিকভাবে সাহায্য করে।
প্রতিদিনের যত্নই সেরা প্রতিরোধ
মরচে প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল, প্রতিদিন ব্যবহার শেষে শাওয়ার, কল বা বেসিন শুকিয়ে রাখা।
কী করবেন
- প্রতিদিন স্নান শেষে বা ব্যবহার শেষে একটি শুকনো কাপড় দিয়ে শাওয়ার হেড বা কল মুছে দিন।
- অতিরিক্ত জল জমতে দেবেন না।
- সপ্তাহে এক দিন হালকা ভিনিগার ও জল দিয়ে পরিষ্কার করে ফেলুন।
আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা ভাষার জন্য লড়াই চলবে, রবীন্দ্রপ্রয়াণ দিবসে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার!
শাওয়ার, বেসিন বা কল মরচে পড়লেই ভাববেন না ওগুলো বদলাতে হবে। সঠিক যত্ন আর একটু সময় দিলেই সেগুলো ফিরে পাবে নতুনের মতো উজ্জ্বলতা আর কার্যকারিতা। মরচে পরিষ্কার করতে কোনও দামি কেমিক্যাল লাগবে না। ঘরেই থাকা সহজ কিছু উপকরণ দিয়েই আপনি শাওয়ার, কল বা বেসিনকে ফিরিয়ে দিতে পারেন নতুনের মতো উজ্জ্বলতা ও কার্যকারিতা।