ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার জন্য সরাসরি পাক সেনাপ্রধান আসিম মুনিরের ধর্মভিত্তিক চরমপন্থী দৃষ্টিভঙ্গিকেই দায়ী করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar On India Pakistan)। নেদারল্যান্ডসের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্করের মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের আবহে।
পর্যটনকে নিশানা করে ধর্মীয় বিদ্বেষের চেষ্টা (S Jaishankar On India Pakistan)
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের অধিকাংশ ছিলেন পর্যটক (S Jaishankar On India Pakistan)। এ প্রসঙ্গে জয়শঙ্কর (Dr. S. Jaishankar) বলেন, “পহেলগাঁওয়ে বর্বরোচিত ওই হামলার লক্ষ্য ছিল কাশ্মীরের পর্যটন শিল্পকে পঙ্গু করে দেওয়া এবং ধর্মীয় বিভেদ উসকে দেওয়া। ধর্ম দেখে বেছে বেছে মানুষ হত্যা করা হয়েছে।” তিনি দাবি করেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের সামরিক নেতৃত্ব, বিশেষ করে সেনাপ্রধান আসিম মুনিরের ‘চরম ধর্মীয় দৃষ্টিভঙ্গি’র সরাসরি যোগ রয়েছে।
মুনিরের বিতর্কিত মন্তব্য এবং সেনাবাহিনীতে পদোন্নতি (S Jaishankar On India Pakistan)
ভারতের বিদেশমন্ত্রীর দাবি, হামলার কয়েক দিন আগেই মুনির ‘দ্বিজাতি তত্ত্ব’-এর প্রসঙ্গ তুলে ভারত ও কাশ্মীর ঘিরে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য রেখেছিলেন (S Jaishankar On India Pakistan)। সেই মতাদর্শ থেকেই অনুপ্রাণিত হয়ে হামলা চালানো হয়েছে বলে মনে করছে ভারত। এই আবহে পাকিস্তান সরকারের তরফে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শালের মর্যাদা দেওয়া হয়েছে, যা এর আগে কেবল আয়ুব খান পেয়েছিলেন। পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’-এর সাফল্যের জন্যই এই পদোন্নতি বলে দাবি ইসলামাবাদের।

যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার ভূমিকা ‘অতিরঞ্জিত’ (S Jaishankar On India Pakistan)
সাক্ষাৎকারে সাংবাদিক যখন যুদ্ধবিরতিতে আমেরিকার সম্ভাব্য মধ্যস্থতার কথা তুললেন, তখন জয়শঙ্কর স্পষ্ট করে দেন, “এটা স্পষ্ট করে বলা দরকার, যুদ্ধবিরতির বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হয়েছিল (S Jaishankar On India Pakistan)। হটলাইনে যোগাযোগ হয়েছিল। আমেরিকার কোনও মধ্যস্থতা ছিল না।” তিনি আরও জানান, ভারত সব সময়ই আন্তর্জাতিক মহলকে বলেছে, যদি কেউ সমঝোতা চায়, সরাসরি ভারতের সঙ্গে কথা বলুক। এটাই কূটনৈতিক রীতি, এবং সেই পথেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আরও পড়ুন: Youtuber Jyoti Malhotra : জ্যোতি তদন্তে নতুন মোড়, কুটনীতির আড়ালে গুপ্তচর বৃত্তি করতেন দানিশই!
দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা (S Jaishankar On India Pakistan)
ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক একপ্রকার অচল অবস্থায় (S Jaishankar On India Pakistan)। একদিকে যেমন পহেলগাঁও হামলা এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’, অন্যদিকে পাকিস্তানের পাল্টা ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’, দুই দেশই সামরিক দিক থেকে নিজেদের অবস্থান জোরালো করার বার্তা দিয়েছে। এমন এক পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রীর সরাসরি পাক সেনাপ্রধানকে নিশানা করে ধর্মীয় উগ্রতার অভিযোগ তুললে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
মতাদর্শ বনাম বাস্তবতা (S Jaishankar On India Pakistan)
পাক সেনাপ্রধানের মতাদর্শ এবং তাঁর রাজনৈতিক প্রভাব পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হলেও, জয়শঙ্করের এই মন্তব্য প্রমাণ করে দিচ্ছে—কাশ্মীর এবং জঙ্গি হামলার মতো ইস্যুতে পাকিস্তানের সামরিক নেতৃত্বের মতাদর্শ কতটা আন্তর্জাতিক সম্পর্কে ছায়া ফেলছে (S Jaishankar On India Pakistan)। আগামী দিনে এই মতবিনিময় কূটনীতির পথ মসৃণ করবে, না আরও বাধা সৃষ্টি করবে—তা সময়ই বলবে।