ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব বাণিজ্য দুনিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে ঘিরে (S Jaishankar On US Tariff)। তারই প্রেক্ষিতে আগামী ৯০ দিনের মধ্যে আমেরিকার সঙ্গে অন্তত একটি আংশিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে ভারত। যদিও পূর্ণাঙ্গ চুক্তি সম্ভব না হলেও, এই সময়ের মধ্যে অন্তত একটি সুস্পষ্ট কাঠামো বা রূপরেখা ঘোষণার দিকে নজর রাখছে মোদী সরকার। লক্ষ্য একটাই— ভবিষ্যতে আমেরিকার উচ্চ শুল্কের মুখে যাতে ভারতীয় পণ্য পড়তে না হয়।
এস. জয়শঙ্কর যা বলেছেন (S Jaishankar On US Tariff)
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr. S. Jaishankar) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘আমরা খুবই জরুরি ভিত্তিতে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছি।’’ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, অতীতে ভারতের বিরুদ্ধে দর কষাকষিতে ধীর গতির অভিযোগ থাকলেও, এখন ভারত নিজেই আলোচনায় গতি আনতে আগ্রহী।
পীযূষ গয়াল যা জানিয়েছেন (S Jaishankar On US Tariff)
বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal) জানিয়েছেন, ভারত দ্রুত অগ্রসর হলেও কোনও অবস্থাতেই দেশের স্বার্থ বিসর্জন দেবে না। তাঁর কথায়, “আমেরিকার যেমন ভারতের কিছু পণ্যে চড়া শুল্ক নিয়ে আপত্তি রয়েছে, তেমনই ভারতেরও কিছু উদ্বেগ রয়েছে। এই আলোচনায় ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি বজায় থাকবে।”

ট্রাম্পের আচমকা ঘোষণা (S Jaishankar On US Tariff)
প্রসঙ্গত, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) আচমকা ঘোষণা করেন, ভারত-সহ একাধিক দেশের পণ্যের (S Jaishankar On US Tariff) উপর বসানো অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হবে। সেই সময়কেই কাজে লাগাতে চাইছে ভারত। এই সময়ের মধ্যেই অন্তত আংশিক চুক্তি সম্পন্ন করে ট্রাম্পের ভবিষ্যতের শুল্ক চাপ থেকে বাঁচার পথ তৈরি করা সরকারের লক্ষ্য।

জে ডি ভান্সের ভারত সফর (S Jaishankar On US Tariff)
সূত্রের খবর, এপ্রিলের শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স (JD Vance) ভারত সফরে আসছেন (S Jaishankar On US Tariff)। সেই সফরকালে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে। এরপর ভারতীয় প্রতিনিধিদল আমেরিকা ও ইউরোপীয় দেশগুলিতে গিয়ে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা করবে। কারণ, আমেরিকায় পণ্য রফতানির পথ সংকুচিত হলে ইউরোপের বাজারই হতে পারে বিকল্প।

আরও পড়ুন:Tahawwur Rana : ২৬/১১ মামলায় তাহাউর রানা জেরায় গোপন সাক্ষী এনআইএ-র তুরুপের তাস?
রতের সঙ্গে চুক্তিতে আগ্রহী (S Jaishankar On US Tariff)
বিদেশমন্ত্রী জয়শঙ্কর উল্লেখ করেছেন, ট্রাম্প তাঁর প্রথম দফার শাসনকালেও ভারতের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছিলেন। তবে মতপার্থক্যের কারণে তখন সেটি সফল হয়নি। এবার দ্বিতীয় মেয়াদের শুরুর মাসেই আলোচনা এগোচ্ছে।
এই পরিস্থিতিতে ভারতের শুল্ক দফতরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও পণ্যের রফতানি বা আমদানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।
ভারতের বাজার দখল চিনের (S Jaishankar On US Tariff)
আমেরিকা চিনের উপর শুল্ক বজায় রাখায় চিন ভারতের বাজারে সস্তা পণ্য ঢোকানোর চেষ্টা করতে পারে, এমনকি ভারতের মাধ্যমে আমেরিকায় পণ্য পাঠানোর কৌশলও নিতে পারে (S Jaishankar On US Tariff)।বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক যুদ্ধ একদিকে যেমন ভারতের রফতানির নতুন সুযোগ তৈরি করতে পারে, অন্যদিকে আমদানি বৃদ্ধির চাপে কিছু খাত সংকটে পড়তে পারে। তাই ভারসাম্যপূর্ণ, সুপরিকল্পিত চুক্তিই এখন সময়ের দাবি।