Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ভারত সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করবে না।’ চিনের সামনেই পাকিস্তানকে তুলোধোনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(Pahalgam Attack)।গালওয়ান সংঘাতের পর প্রথমবার চিন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার তিনি বৈঠকে বসেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।তারপরেই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে নিশানা করেন বিদেশমন্ত্রী।
‘তিন দানব’ (Pahalgam Attack)
এসসিও বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা এই তিন দানবের মোকাবিলা করার লক্ষ্যেই এই সংগঠন তৈরি করা হয়েছিল(Pahalgam Attack)।’ পহেলগাঁও জঙ্গি হামলার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘এই তিনটি চ্যালেঞ্জ সর্বদা একসঙ্গেই আসে। জম্মু ও কাশ্মীরের পর্যটনমূলক অর্থনীতিকে দুর্বল করতে এবং ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন তৈরি করতে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিল।’ পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছিল রাষ্ট্রসংঘ ও এসসিও-এর সদস্যভুক্ত কিছু দেশ। তার জন্য ধন্যবাদ জানান জয়শঙ্কর।

সমস্ত চ্যালেঞ্জের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ (Pahalgam Attack)
পাশাপাশি এস জয়শঙ্কর বলেন, ‘পহেলগাঁও জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ওঠে(Pahalgam Attack)। সেই অনুযায়ী ভারত পদক্ষেপ নিয়েছে। আমরা যা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এসসিও-র উচিৎ যে লক্ষ্যকে সামনে রেখে এই সংগঠন তৈরি করা হয়েছিল তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং সমস্ত চ্যালেঞ্জের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া।’
আরও পড়ুন-Indian Woman in Trouble: মার্কিন মুলুকে ১.১ লক্ষের চুরি! বেড়াতে গিয়ে বিপাকে ভারতীয় মহিলা
আন্তর্জাতিক চাপ (Pahalgam Attack)
বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাতের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘আমরা এমন এক সময়ে এখানে একজোট হয়েছি যখন গোটা বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে(Pahalgam Attack)। চারিদিকে বিশৃঙ্খল অবস্থা। গত কয়েক বছরে আমরা আরও বেশি সংঘাত, প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক চাপ প্রত্যক্ষ করেছি। অর্থনৈতিক অস্থিরতা স্পষ্টতই বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় আমাদের সামনে চ্যালেঞ্জ হল বিশ্ব শৃঙ্খলাকে স্থিতিশীল করা, সম্ভাবনার পথ খোঁজা এবং আমাদের সম্মিলিত স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে এমন সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করা।’

আরও পড়ুন-Donald Trump: ‘মস্কোতে হামলা করতে পারবে?’ জেলেনস্কিকে উৎসাহ, পুতিন-নীতি বদল ট্রাম্পের
বিরোধ এখনও অবশিষ্ট (Pahalgam Attack)
জয়শঙ্করের এই সফর জুন মাসে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর কিংডাও সফরের ফলে সৃষ্ট গতির উপর ভিত্তি করে তৈরি(Pahalgam Attack)। এক দশকেরও বেশি সময় ধরে এটি ছিল কোনও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর প্রথম চিন সফর।এই সফরের লক্ষ্য হল এই বছরের শেষের দিকে এসসিও নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য চিন সফরের সম্ভাব্য ভিত্তি তৈরি করা।তবে সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে ভারত এবং চিনের সেনা অনেকটা সরে এলেও দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন ভূ-রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
