ট্রাইব টিভি ডিজিটাল: নতুন রূপে নতুনভাবে কাজে ফিরছেন সব্যসাচী (Sabyasachi Chowdhury)। পর্দার সেই বামাক্ষ্যাপা (Bamakhepa) অভিনেতা (Actor) থেকে এবার পরিচালক (Director)। তাও আবার স্বরচিত গল্পে। তিনি শর্ট ফিল্ম নিয়ে আসছেন।
কোথায় সব্যসাচী (Sabyasachi Chowdhury)
মহাপীঠ তারাপীঠের (Mahapeeth Tarapeeth) পর, সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury) খুব একটা পর্দায় সেভাবে দেখা দেয়নি। অনুরাগীদের প্রশ্ন ছিল, তিনি কবে পর্দায় ফিরবেন? তবে এভাবে যে ক্যামেরার নেপথ্যে থেকে একেবারে পরিচালকের আসনে আসবেন, তা কেউ আন্দাজ করতে পারেননি। স্বরচিত গল্প আর পরিচালিত শর্ট ফিল্ম ‘নিষ্পত্তি’ নিয়ে এবার তিনি আসছেন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে।
তিন বন্ধু মিলে ছবি (Sabyasachi Chowdhury)
১৯ মিনিটের ছবি। তিন বন্ধুকে সঙ্গে করে ছবি তৈরি করছেন। যদিও নিষ্পত্তি কোনও চলচ্চিত্র উৎসবকে মাথায় রেখে তৈরি করা নয়। সব্যসাচী (Sabyasachi Chowdhury) দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরই লেখা এই গল্পটি। আগামী বছরেও তার বেশ কিছু লেখা নিয়ে ছবি তৈরি করার ইচ্ছা রয়েছে।
আরও পড়ুন: DON 3: বারবার পিছচ্ছে ‘ডন থ্রি’ এর শুটিং, শাহরুখের বদলে রণবীরকে নিতেই বিপত্তি!
গল্প কী
নিষ্পত্তিতে দেখতে পাবেন, একজন আত্মদাম্ভিক মানুষের গল্প। যার কারণে, পারিবারিক জীবন শেষ হয়ে গিয়েছে। যখন তিনি মৃত্যু পথযাত্রী, তখনই ঘটে গেল অলৌকিক ঘটনা। কিভাবে নিজের আত্ম দম্ভ সরাবেন সেই ব্যক্তি? সেই গল্পই বলতে আসছে নিস্পত্তি। মুখ্য চরিত্রে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়। ছবিতে তার নাম রাখা হয়েছে সত্যপ্রকাশ। এই সত্যপ্রকাশ একজন আলাদা ব্যক্তিত্বের মানুষ।
কবে হল শুটিং
শুটিং শুরু হয়েছে চলতি বছরের জুলাই মাসে। যে তিন বন্ধুকে সঙ্গী করে এই ছবিটি বানিয়েছেন,সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী পায়েল দে। অভিনেতার চ্যানেল ‘ন্যাড়া ছাদের গপ্পো’ বেশ জনপ্রিয়। বিগত এক থেকে দেড় বছর হয়ে গেল। তাদের তৈরি একাধিক অডিও স্টোরি এই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। দর্শক অনুরাগীরাও দু’হাত ভরে ভালোবাসা দিয়েছে। সেখান থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন অভিনেতা সব্যসাচী। আগামী বছরও নিজের কিছু লেখা নিয়ে ছবি তৈরি করবেন, এমন ইচ্ছাও আছে।
আরও পড়ুন: Vivek Oberoi: বলিউডে বয়কট হয়েও বিবেকের অগাধ সম্পত্তি! কিচ্ছু করতে পারলেন না সলমন
বাইরের ফেস্টিভাল
সব্যসাচী চান, তাঁর আগামী কাজ গুলো বাইরের ফিল্ম ফেস্টিভ্যালেও পৌঁছাক। সেই পরিকল্পনাও করছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। তিনি দীর্ঘদিন হল পর্দা থেকে বিরতি নিয়েছেন। তারপর হঠাৎ করে পরিচালনায় ফিরছেন। তাহলে কি অভিনেতাকে আর অভিনয় করতে দেখা যাবে না? পরিচালক হিসেবে পরিচালনায় এবার মন বসালেন! ঠিক এমনটা নয়।
ছবিতে অভিনয়
মেগা ধারাবাহিকে বর্তমানে তিনি অভিনয় করছেন না ঠিকই। কিন্তু সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ‘রাপ্পা রায়’ নিয়ে তৈরি ছবিতে একটি চরিত্রে অভিনয় করছেন। পরিচালনায় ধীমান বর্মন। এছাড়াও আগামী জানুয়ারি মাস থেকে একটি ওয়েব সিরিজের শুটিং শুরু হবে। তবে সে বিষয়টা এখন সিক্রেট হিসেবেই রয়েছে। বিশদে কিছু প্রকাশ্যে আসেনি।