Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : BCCI-এর অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শচীনের নাম (Sachin Tendulkar)।
এবার কি প্রশাসনিক পদে ‘লিটিল মাস্টার’? (Sachin Tendulkar)
প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিনি। বিনির আগে সেই পদের দায়িত্ব সামলেছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের এই সফল অধিনায়ক ব্যাটসম্যান সফল ভাবে দায়িত্ব সামলেছেন প্রশাসকেরও (Sachin Tendulkar)।
বয়সের কারণে মেয়াদ থাকতেই সরে দাঁড়িয়েছেন রজার বিনি। আর বোর্ড চাইছে সেই পদে বড় কাউকে বসাতে আর সেই কারণেই নাম উঠে আসছে লিটিল মাস্টারের। সূত্রের খবর অনুসারে আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেও এই নিয়ে অত্যন্ত উৎসাহী। তিনিই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য শচীনকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন বলেও জানা যাচ্ছে।
চলতি মাসেই শেষের দিকে হতে পারে ভারতীয় বর্ডার নির্বাচন। বিভিন্ন সূত্রের খবর অনুযারী সেটা হতে চলেছে লোঢা কিমিটির নিয়ম মেনে। জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন চালু হতে এখনও কিছুদিন সময় লাগবে। রজার বিনির ৭০ বছর বয়স হওয়ায় তাকে সরে যেতে হয়েছে আর বোর্ড চাইছে না খুব বেশিদিন অপেক্ষা করতে। বিনির পরিবর্তে কোনও বড় নামকেই এই পদে বসাতে চায় বোর্ড বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: Daily Horoscope: বৃশ্চিকে চন্দ্রের গোচর, কার ভাগ্যে কী আছে লেখা?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে উঠে আসছে ক্রিকেটের ঈশ্বরের নাম। ব্যাট হাতে তার দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ডও তার ঝুলিতে। ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ২০০টি টেস্ট এবং ৪৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার নামে। টেস্ট ক্রিকেটে তিনি ১৫,৯২১ রান ও ওডিআইতে ১৮,৪২৬ রান সংগ্রহ করেছেন। তবে কি এবার তার মুকুটে নতুন পালক?

যদিও শচীনের তরফ থেকে এই প্রস্তাবের বিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয় নি। তবে এই পদে বসতে গেলে তাকে ছাড়তে হবে বিজ্ঞাপনের কাজ। এই মুহূর্তে তিনি বিজ্ঞাপনের সাথে যুক্ত। তবে সূত্রের খবর তার প্রবল সম্ভাবনা রয়েছে এই পদে বসার। তাকে ক্রিকেট মসনদে বসতে দেখা যাবে কিনা সেই বিষয়ে ক্রিকেট সমর্থকরা আগ্রহী। আবার লিটিল মাস্টারকে নতুন ভূমিকায় পায় কিনা ভারতীয় ক্রিকেট সেটা এখন সময়ের অপেক্ষা (Sachin Tendulkar)।