ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দা ও বড় পর্দাতে ভীষণ জনপ্রিয় সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। বর্তমানে ‘কথা’ ধারাবাহিকের সাথে যুক্ত রয়েছেন তিনি। তবে সম্প্রতি তাঁর আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। যদিও ভিডিওটি কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তৈরি, এমন ধারণা করেছেন অনেকেই। সে ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। কী বললেন অভিনেতা?
মুখ খুললেন অভিনেতা (Saheb Bhattacharya)
এতদিন চুপ থাকলেও এই ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। তিনি স্পষ্ট জানালেন, ভিডিওটি কৃত্রিম ভাবে তৈরি। ভিডিওতে ওই ব্যক্তি মোটেও তিনি নন। যদিও তিনি বলেছেন বলেই নয়, এমন ভিডিও বিশ্বাস করেননি তাঁর অনুরাগীরাও। অনেকেই সরাসরি সমালোচনা করলেও, অনেকে এই ভিডিওকে গুরুত্ব দেননি। কারণ বর্তমানে এমন অনেক ফেক ভিডিও বানানো হয়। অর্থাৎ কৃত্রিম ভাবে কাউকে নিয়ে তৈরি হয় এই সমস্ত ছবি বা ভিডিও। অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এ প্রসঙ্গে ট্রাইব টিভিকে বলেন, “এই ভিডিও নিয়ে সাইবার সেলের সাথে কথা হয়েছে। পুলিশ পুরোটা দেখছে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।”
দমানো যাবে না (Saheb Bhattacharya)
অভিনেতা সাহেব ভট্টাচার্যর (Saheb Bhattacharya) মতে, যখন কোনও মানুষ একাগ্রতার সাথে কাজ করছে, হার্ডওয়ার্ক করছে, তখন এমন অনেক ঘটনা ঘটতে থাকে। যাতে সেই মানুষকে পিছিয়ে দেওয়া যায়। তিনি আরও বলেন, এমন ঘটনা এই প্রথম নয় এর আগেও হয়েছে। আসলে প্রযুক্তিগত উন্নতিকে মানুষ ভালো ব্যবহার না করে, খারাপ ব্যবহারটাই বেশি করে ফেলছে। অভিনেতা বলেন, “আমার যাঁরা প্রচুর ফ্যান রয়েছেন, বা অনুরাগী রয়েছেন, যাঁরা আমার কাজ দেখেন, আমার কাজকে বিশ্বাস করেন তাঁরা আমার পাশে আছেন।” সাহেবের মতে, কুড়ি বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে সৎ ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সম্পর্কে কোনও খারাপ রেকর্ডও নেই। আর সেটা কোনও এক ফেক ভিডিওতে মুছে যাওয়ার নয়। তিনি যেমন ছিলেন, আছেন, থাকবেনও। তাঁকে দমিয়ে রাখতে পারবে না।
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: কাজ নেই, সংসারে দাম্পত্য কলহ! নতুন টানাপোড়েনে সব্যসাচী
শীঘ্রই ব্যবস্থা নেওয়া
ইতিমধ্যেই লালবাজারে কয়েকবার গিয়েছেন অভিনেতা সাহেব। বড় কর্তার সাথেও তাঁর কথা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে অনেকগুলি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। শীঘ্রই ধরা হবে, যারা এমন কাজের সাথে যুক্ত। তবে এর বেশি কিছু বলতে পারবেন না তিনি।
আরও পড়ুন: Anupam Kher: পারিবারিক অশান্তির ভয়ে অনুপম খের, ফাঁকা করলেন সম্পত্তির ভাঁড়ার!
জনপ্রিয়তার শীর্ষে
২০১১ সালে ‘রয়েল বেঙ্গল রহস্য’- এ তোপসে চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন সাহেব ভট্টাচার্য। তিনি একাধিক ছবিতে কাজ করেছেন। বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে ‘এভি’ নামে বেশি পরিচিত দর্শকের কাছে। এই ধারাবাহিকে কথা ওরফে সুস্মিতা দের (Susmita Dey) সাথে জুটি বেঁধেছেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)।