সাহেব-সুস্মিতার সম্পর্কের রসায়ন: ‘কথা’ ধারাবাহিক(Katha Serial) করার সময় ডাবল ডিউটি(Double duty) করতে হচ্ছে সাহেব ভট্টাচার্যকে (Saheb Bhattacharya)। কিন্তু কেন? হঠাৎ করেই নিজের হাতে দুল পরিয়ে দিলেন কথাকে। কথার জন্য পকেটে করে দুল বয়ে নিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। অফ স্কিন আর অন স্ক্রিন, সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে’র (Susmita Dey) সম্পর্কের রসায়ন জমে ক্ষীর এমনটাই বলছেন ‘ কথা ‘ ধারাবাহিকের অনুরাগীরা। দেখতে দেখতে এক বছর পার করে দিল জনপ্রিয় ধারাবাহিক ‘ কথা ‘। একদম প্রথম থেকেই টিআরপির প্রথমে থেকেছে এই ধারাবাহিক। তবে সবথেকে বেশি নজর কাড়ছে, কথা আর এভির রসায়ন। সেটা অফ স্কিন বলুন কিংবা অন স্ক্রিন।
সাহেবের দায়িত্ব বাড়ল
অভিনেতা সাহেব এই বিশেষ দিনে বললেন, আগামী দিনগুলোতে কাজ আরও বাড়ল। দায়িত্ব বাড়ল। শুধু অভিনয় করছি না। অভিনয় শেখাচ্ছি। শুধু নিজের দায়িত্ব নিচ্ছি না। মানুষের দায়িত্ব নিচ্ছি। শুধু নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি না, লোকজনকেও পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি। হিসাব অনুযায়ী, আমি ডাবল ডিউটি করছি।” এই কথাগুলো যে তিনি পাশে দাঁড়িয়ে থাকা কথা অর্থাৎ সুস্মিতার উদ্দেশ্যেই বলেছেন, তা বুঝতে কারোর আর বাকি নেই।
বিগত একবছরে সুন্দর মুহূর্ত
এই মুহূর্তে বাংলার ঘরে ঘরে যে ধারাবাহিকগুলি জনপ্রিয়তা অর্জন করেছে, তার মধ্যে ‘ কথা ‘ অন্যতম। দেখতে দেখতে কিভাবে যে এক বছর কেটে গেল বুঝতেই পারলেন না। এমনটাই মনে করেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। একই অনুভূতি অভিনেত্রী সুস্মিতা দে’রও। সাহেব বলেন, ” জাস্ট একটা বছর আগে আমি আর সুস্মিতা একেবারেই অপরিচিত ছিলাম। একে অপরকে সেভাবে চিনতামই না। মোটামুটি চিনলেও, পরিচিতি ছিল না সেভাবে। সেখান থেকে এত লম্বা একটা জার্নি। এত মানুষের ভালোবাসা। গত এক বছর আমরা দুজনেই খুব মেমোরেবল সময় কাটিয়েছি”। অপরদিকে অভিনেত্রী সুস্মিতার কথায়, এক বছর প্রচুর গন্ডগোল করেছেন। কাজে প্রচুর বকা খেয়েছেন। তারপরেও একটা পরিবার পেয়েছেন। আরে এমন পরিবার পেয়ে তিনি ভীষণ খুশি। অন স্ক্রিনের ছোটকাকে তিনি অফস্ক্রিনে ছোটকা বলেই ডাকেন।
আরও পড়ুন: Anurager Chhowa Upcoming Episode: চারুকে বিয়ে করবে সূর্য! ভরা পার্টিতে অপমানিত দীপা
সুস্মিতাকে দুল পরালেন সাহেব
সাংবাদিকদের সামনে কথা বলার মাঝেই হঠাৎ দেখা গেল সুস্মিতার একটা কানের দুল নেই। সেই দুল রয়েছে সাহেবের পকেটে। সাহেব নিজে সুস্মিতার কানে দুল পরিয়ে দিলেন। বেশ কেয়ারিং বলতে পারেন।
এলাহি আয়োজন
এক বছরের এই উদযাপনে হাজির ছিল গোটা ‘ কথা ‘ পরিবার। এলাহি খাবারের আয়োজন ছিল। মেনুতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ সহ প্রচুর পদ। উপস্থিত ছিলেন পর্দার সামনে এবং পিছনের সমস্ত কলাকুশলীরা। কাটা হয় বিশেষ কেক। পর্দার মতো বাস্তবেও নায়ক নায়িকার খুনসুটি চলে। মজার ছলে সাহেব বলেই ফেললেন “আমি সুস্মিতার শিক্ষক। নিজে অভিনয় করি । ওকে সবকিছু শেখাই। ডাবল ডিউটির কাজ করি। কিন্তু পেমেন্ট পাই একটাই”। এই কাজের জন্য সুস্মিতা সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন।