ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সইফ আলি খানের (Saif Ali Khan Attacked) উপর একের পর এক ছুরির কোপ। তারপর পেরিয়ে গেল একটা দিন। কিন্তু এখনও অধরা দুষ্কৃতি। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন করিনা। সইফ আক্রান্ত হওয়ার পর, তিনি একটু একা থাকতে চাইছেন। নিরাপত্তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। সত্যি তো! এভাবে কড়া নিরাপত্তার গণ্ডি পেরিয়ে কোনও স্টারের বাড়িতে ঢুকে হামলা একেবারেই নজিরবিহীন ঘটনা। বিশেষ করে বান্দ্রা এলাকার ক্ষেত্রে এই ঘটনা আশ্চর্যের।
করিনার অনুরোধ (Saif Ali Khan Attacked)
সইফ আলি খান আহত (Saif Ali Khan Attacked) হওয়ার পর, তাঁর স্ত্রী কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan) অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে সইফ নিজের বাড়িতে আক্রান্ত হওয়ার পর বেশ লম্বা সময় করিনা নীরব ছিলেন। চিন্তায় উদ্বিগ্ন অবস্থায় এখন সময় কাটছে অভিনেত্রীর। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে লেখেন, “আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যি কঠিন একটা দিন। এখনও আমরা পরপর এক একটি ঘটনাকে বোঝার চেষ্টা করছি। এই সময় বিনীতভাবে সংবাদমাধ্যম এবং পাপারাজ্জিদের অনুরোধ করছি খবর এবং গুজব থেকে দূরে থাকার জন্য”।
নজরদারি নিয়ে প্রশ্ন (Saif Ali Khan Attacked)
সর্বদা নজরদারি তাঁদের নিরাপত্তাকে শিথিল করতে পারে (Saif Ali Khan Attacked), পরিবারকে এই মুহূর্তে একটু একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। যাতে পরিবার হিসেবে তাঁরা আবার ঘুরে দাঁড়াতে পারেন। এছাড়াও তিনি তাঁর পোস্টে, মানুষের কৌতূহলকে সম্মান জানিয়েছেন। অনুরাগীদের এই কঠিন এবং সংবেদনশীল সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ (Saif Ali Khan Attacked)
গোটা একটা দিন পেরিয়ে যাওয়ার পরেও, এখনও কেন দুষ্কৃতি ধরা পড়ল না (Saif Ali Khan Attacked)? মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তদন্তে নেমেছে। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে মোট সাতটি দল। কিন্তু তারপরেও রয়েছে হাজারো ধোঁয়াশা। দুষ্কৃতি রীতিমত সইফ আলি খানের ঘরের ভিতরে ঢুকে পড়েছিল। ছেলের ঘরের সামনে তাকে দেখতে সইফ আলি খান তার উপরে ঝাঁপিয়ে পড়েন। অপরদিকে দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অভিনেতার উপর। অভিনেতার ছটি আঘাতের মধ্যে দুটি আঘাত গভীর ছিল। যার কারণে অস্ত্রোপচার করতে হয়েছে। অভিনেতার বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বোঝা গিয়েছে, ঘটনার প্রায় ঘন্টা দুয়েক আগে পর্যন্ত ওই দুষ্কৃতি বাইরে থেকে বাড়িতে প্রবেশ করেনি। কিন্তু বাড়ি থেকে তার পালিয়ে যাওয়ার ফুটেজ পাওয়া গিয়েছে । এমনটাই দাবি করেছে পুলিশ।
আরও পড়ুন: Saif Ali Khan Attacked: মাঝরাতে বিপদ, অটোতে করে বাবাকে হাসপাতালে নিয়ে গেছেন ইব্রাহিম
নিরাপত্তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন
এখন যে প্রশ্নগুলো উঠছে, সইফের বাড়ির পরিচারিকার দাবি ওই দুষ্কৃতী অভিনেতার ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে, এক কোটি টাকা দাবি করেছে। তাহলে কি ওই দুষ্কৃতি আগে থেকেই জানতেন , কোথায় ছেলেদের ঘর রয়েছে ? তার থেকেও বড় কথা, ওই দুষ্কৃতি বিনা বাধায় ঘর পর্যন্ত পৌঁছাল কীভাবে? বাড়ির নিচে থাকা কড়া সিকিউরিটি এড়িয়ে বাড়িতে ঢুকল কোন পথে? আর কেনই বা সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল না?
আরও পড়ুন: Horogouri Pice Hotel: পথ চলা থামল, খুব শীঘ্রই শেষ হচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’
কী দাবি পুলিশের?
ঠিক এতগুলো উত্তর না জানা প্রশ্নের কারণেই সংশয় দেখা দিচ্ছে নিরাপত্তা নিয়ে। হতে পারে, দুষ্কৃতি ওই আবাসনের সঙ্গে পরিচিত। অপরদিকে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনারের দাবি, চুরির উদ্দেশ্যেই দুষ্কৃতি সইফের বাড়িতে ঢুকেছিল। আবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে, লরেন্স বিষ্ণইয়ের নাম। যদিও করিনা কাপুর খান অনুরোধ করেছেন, যাতে অযথা জল্পনা কিংবা গুজব না বাড়ে।