ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩২ ঘণ্টা পর ধরা পড়ল সইফের (Saif Ali Khan) উপর হামলাকারী। পুলিশের জালে সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। সিসিটিভি ক্যামেরার ছবি দেখে ধরে ফেলল পুলিশ। হামলাকারী ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু পারলেন না। পালানোর জন্য পোশাক বদলালেও শেষ রক্ষা হল না। পুলিশ আটক করেছে তাকে। বান্দ্রা থানায় আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুম্বাই পুলিশের চিরুনি তল্লাশি (Saif Ali Khan)
সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীর ছবি আগেই পাওয়া গিয়েছিল। সেই ছবি দেখে চিরুনি তল্লাশি চালাতে থাকে মুম্বাই পুলিশের সাত টিম। বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলায় ঘটনায় জড়িত ওই অভিযুক্তকে শেষবার দেখা গিয়েছিল বান্দ্রা রেলস্টেশনে। শুক্রবার বেলা ১১ টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়। দেখা যায়, পুলিশের গাড়ি থেকে নামিয়ে থানায় ঢোকানো হচ্ছে অভিযুক্তকে। ডিসিপিও বলেছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হবে।
কড়া নজরদারিতে ছিল রেল স্টেশন (Saif Ali Khan)
আগে থেকেই পুলিশের অনুমান ছিল, এই ঘটনার পর অভিযুক্ত বেশি দূর পালাতে পারেনি। হয়ত শুক্রবার সকালে প্রথম লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করবে (Saif Ali Khan)। তাই কড়া নজরদারিতে ঘিরে ফেলা হয়েছিল রেল স্টেশন গুলি। শেষমেষ ধরা পড়ল সিসিটিভিতে মুখ দেখা যাওয়া সেই ব্যক্তি। মুম্বাই পুলিশ এও জানিয়েছে, তারা সইফের পিঠ থেকে বের করা ছুরির অংশটি হাতে পেয়েছে। ওই ছুরির বাকি অংশ কোথায় রয়েছে, সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: Saif Ali Khan Attacked: একা থাকতে চাইছেন করিনা, সইফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
হামলাকারী ঢুকেছিল সইফের ছেলের ঘরে
শোনা যাচ্ছে, বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে হামলাকারী পালানোর চেষ্টা করেছিলেন। তদন্তে এও জানা যায়, ওই হামলাকারী সইফের ঘরে নয়, ঢুকেছিলেন অভিনেতার ছোট ছেলে জেহ’র ঘরে। সেই সময় হামলাকারীকে দেখে ফেলেন পরিচারিকা। তিনি চিৎকার করতে থাকেন। তখনই হামলাকারী ইশারা করে চুপ করতে বলেন। দাবি করেন, প্রায় এক কোটি টাকা। পরিচারিকা তাকে বাধা দিলে , ছুরির কোপ মারতে যায়। অপরদিকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসেন সইফ। তারপরই হামলাকারী অভিনেতার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। অভিনেতার শরীরে মোট ছটি আঘাত লাগে। যার মধ্যে দুটি আঘাত ছিল গুরুতর। যার জেরে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে। হামলার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার জন্য নিজের পোশাকও বদল করেছিলেন। কিন্তু পালিয়ে যাওয়ার আগেই অভিযুক্তকে পুলিশ ধরে ফেলল।
আরও পড়ুন: Saif Ali Khan Attacked: মাঝরাতে বিপদ, অটোতে করে বাবাকে হাসপাতালে নিয়ে গেছেন ইব্রাহিম
কেমন আছেন অভিনেতা?
অপরদিকে লীলাবতী হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। হয়ত শুক্রবারই তাকে আইসিইউ থেকে স্বাভাবিক ওয়ার্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হবে। এখন অভিনেতা চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন।