ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষ ভালোবাসায় থাকতে চায়, ভালবাসায় বাঁচতে চায় (Saif Ali Khan)। এটা চিরন্তন সত্য। আর যদি সেটা হয়, বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে। প্রেমিক-প্রেমিকা যুগলের কাছে, এই দিনের আলাদা গুরুত্ব রয়েছে। একটা সময় ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন বলে সইফ আলি খান (Saif Ali Khan) কী করেছিলেন জানেন? করিনা কাপুরকে (Kareena Kapoor Khan) আলাদা করে সময় দেবেন বলে, কাজের সময় পরিবর্তন করেছিলেন। বারংবার অনুরোধ করেছিলেন, যাতে তিনি একটু ছুটি পান। ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিবসে (Valentine’s Day) থাকছে করিনা এবং সইফ আলি খানের প্রেম জীবনের কিছু কথা।
শুটিংয়ের মাঝে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন (Saif Ali Khan)
একটি সাক্ষাৎকারে, আমিশা পটেল বলেছিলেন করিনা আর সইফের (Saif Ali Khan) তখন সদ্য প্রেম পর্ব শুরু হয়েছে। একে অপরকে সময় দিচ্ছেন। প্রেমের সময়টা তাঁরা চুটিয়ে উপভোগ করছেন। তখন চলছে ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির শুটিং। শুটিংয়ের কাজ মানেই তুমুল ব্যস্ততা। আর তার মাঝেই চলে আসে ভ্যালেন্টাইনস ডে। সময়টা তখন ২০০৮ সাল। ভ্যালেন্টাইন্স ডে’তে করিনার সাথে সময় কাটাবেন বলে ছুটি চেয়েছিলেন সইফ আলি খান। সোজা আমিশা পটেলকে বলেন, ” আমার এই দিনগুলি ছুটে চাই। কিন্তু আদি অর্থাৎ আদিত্য চোপড়া আমাকে তোমার সঙ্গে কথা বলে নিতে বলল ছুটি নিয়ে বোঝাপড়ার জন্য। আসলে করিনার সঙ্গে একটু লস অ্যাঞ্জেলসে ঘুরতে যেতে চাই”।
সাহায্য করেছিলেন আমিশা (Saif Ali Khan)
সেই প্রেমের মরশুমে, সইফ (Saif Ali Khan) এবং করিনার মাঝে সমস্যা তৈরি করতে চাননি আমিশা। তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ছুটির বিষয়টা তিনি বুঝে নেবেন। কোনও অসুবিধা নেই। চার বছর পর, অর্থাৎ ২০১২ সালে চার হাত এক হয় এই তারকা জুটির। প্রসঙ্গত ‘টশন’ ছবির শুটিংয়ের সময় একে অপরের সঙ্গে প্রেমে পড়েছিলেন সইফ-করিনা।
আরও পড়ুন: Rukmini Maitra: দেবের কাছে মূল্যবান উপহার চান রুক্মিণী! কীভাবে সেলিব্রেট করবেন ভ্যালেন্টাইনস ডে?
বিয়ের বয়স ১২ বছর
দেখতে দেখতে প্রায় ১২ বছর পেরিয়েছে বিয়ের বয়স। কিন্তু তাও দেখুন, যেন একে অপরকে চোখে হারায়। অনুরাগীরা এই জুটিকে ভালোবেসে বলেন ‘সেফিনা’। প্রথম থেকেই তাঁদের মাখোমাখো প্রেম ছিল চোখে পড়ার মতো। সইফের পক্ষে ভালোবাসার দিবসটা স্রেফ করিনা সঙ্গে কাটানোর জন্য লস অ্যাঞ্জেলসে উড়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। এই গল্প শুনে বেশ উচ্ছ্বসিত এই জনপ্রিয় জুটির অনুরাগীরা।
আরও পড়ুন: Jeetu Kamal: চুম্বন দিবসে জিতুর অভিনব পোস্ট, উদিত নারায়ণের ছবি শেয়ার করে কী লিখলেন?
সুমধুর দাম্পত্য
সইফের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে, অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সেই রাতে করিনা নাকি সইফের সাথে ছিলেন না। তাঁদের নিজস্ব সমস্যার কারণেই এত বড় বিপত্তি । যদিও সেসব কথা যে নিছক গুঞ্জন, তা পরে প্রমাণ হয়ে গিয়েছে। সইফ-করিনার ভালোবাসা প্রমাণ করে দিয়েছে, তাঁদের দাম্পত্যে বিন্দুমাত্র চিড় ধরেনি।