ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হবার পর আইসিইউতে রাখা হয়েছিল বলিপাড়ার অভিনেতা সইফ (Saif Ali Khan’s Health) আলি খানকে। সেখান থেকে ছাড়া পেয়ে জেনারেল বেডে এসেছেন তিনি। কিন্তু বাড়ি ফিরবেন কবে?
সুস্থ আছেন শর্মিলা-পুত্র (Saif Ali Khan’s Health)
বৃহস্পতিবার ভোররাতে অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan’s Health) বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আওয়াজ পেয়ে অভিনেতা তাদের বাধা দিতে গেলে তাকে মারা হয় ছুরির কোপ। ছবার ছুরি চালানো হয় তার উপর। তারপরেই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করেন বড় ছেলে ইব্রাহিম। সঙ্গে ছিলেন বাড়ির এক পরিচারক। খবর পেয়েই লীলাবতী হাসপাতালে ছুটে আসেন কারিনা। গতকালই অস্ত্রোপচারের মাধ্যমে সইফের শরীর থেকে বের করা হয় ছুরির ফলা। তারপর তাকে রাখা হয় আইসিইউতে। আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না অভিনেতা। সব ঠিক ঠাক থাকলে আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
কোথায় কোথায় আঘাত? কতটা গুরুতর? (Saif Ali Khan’s Health)
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের মারফত জানা গেছে, ছুরির কোপে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল অভিনেতার (Saif Ali Khan’s Health)। ৬টি কোপের মধ্যে ২টি কোপ ছিল ভীষণ গুরুতর। ছুরির গেঁথে যাওয়া অংশ বের করতেই চিকিৎসকদের প্রায় ১ ঘণ্টার উপর সময় লেগেছিল। শিড়দাঁড়াতেও গুরুতর আঘাত পেয়েছিলেন অভিনেতা। সেখান থেকে অনেকটা ফ্লুইড বেরিয়ে গেছে। তাই এই মুহূর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালের তরফ থেকে।
হাসপাতালে পরিবার (Saif Ali Khan’s Health)
হাসপাতালে ভর্তির পরেই কারিনা কাপুর খান, সারা আলি খান, ইব্রাহিম আলি খান দেখা করতে গিয়েছিলেন সইফের সঙ্গে। হাসপাতালে পৌঁছেছিলেন শর্মিলা ঠাকুরও। আলিয়া ভাট, রণবীর কাপুর, দিদি করিশ্মা কাপুরও দেখা করে এসেছেন সইফের (Saif Ali Khan’s Health) সঙ্গে। সকলেই দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতার।
আরও পড়ুন: Saif Ali Khan: পুলিশের জালে সইফের হামলাকারী, পালাতে গিয়েও পারল না
পুলিশের জালে ১
ঘটনার পরই তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশের নজরে আসে এক ব্যক্তি বান্দ্রা রেলওয়েতে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তাকে আটক করে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। হামলাকারী আগে থেকেই সইফের বাড়ির নকশা জানত, তাই তার ছবি সিসিটিভিতে একেবারেই ধরা পড়েনি। প্রশাসনের অনুমান, হামলা করার পর পোশাক বদলে নেয় ওই ব্যক্তি।
আরও পড়ুন: Saif Ali Khan Attacked: একা থাকতে চাইছেন করিনা, সইফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
এ যে বিস্ফোরক তথ্য!
পুলিশ সূত্রে খবর, বান্দ্রাতে দু’দিন আগেই নাকি শাহরুখ খানের বাড়িতেও হামলা হয়েছিল। নিরাপত্তার জন্য বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারলেও বাড়ির বাইরেই ঘুরতে দেখা গেছিল তাকে। পুলিশের অনুমান শুধু সইফ নন, দুষ্কৃতীর নিশানায় নাকি ছিল শাহরুখ খানের বাড়িও।