ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান সাংসদরা মাসিক ১.২৪ লক্ষ টাকা বেতন পাবেন, যা আগে তারা পেতেন ১ লক্ষ টাকা (Salary Hike)। প্রাক্তন সাংসদদের পেনশন ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হয়েছে।
নতুন বেতন কার্যকর ১ এপ্রিল ২০২৩ থেকে (Salary Hike)
সোমবার কেন্দ্রীয় সরকার সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন, দৈনিক ভাতা ও পেনশনে ২৪ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করল। এই বৃদ্ধি ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হবে (Salary Hike)। সংসদ বিষয়ক মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে কার্যরত সাংসদদের দৈনিক ভাতা ও প্রাক্তন সাংসদদের পেনশন বাড়ানো হয়েছে। পাঁচ বছরের বেশি পরিষেবা দেওয়া সাংসদদের অতিরিক্ত পেনশনও বাড়ানো হয়েছে।
কতটা বাড়ল বেতন ও পেনশন? (Salary Hike)
নতুন নিয়ম অনুযায়ী, বর্তমান সাংসদদের মাসিক বেতন ১ লক্ষ টাকা থেকে বেড়ে ১.২৪ লক্ষ টাকা হয়েছে (Salary Hike)। দৈনিক ভাতা ২,০০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা হয়েছে।
আরও পড়ুন: Suicide Case: লাভ ম্যারেজের জের, রেললাইনে গলা দিল যুবক!
কত হল প্রাক্তনদের পেনশন?
প্রাক্তন সাংসদদের পেনশন ২৫,০০০ টাকা থেকে বেড়ে ৩১,০০০ টাকা করা হয়েছে। পাঁচ বছরের বেশি পরিষেবা দেওয়া সাংসদদের অতিরিক্ত পেনশন ২,০০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা প্রতি মাসে হয়েছে।
আরও পড়ুন: Bengaluru CEO: ‘Gen Z-এর সোশ্যাল মিডিয়া জানে কিন্তু ক্লাস ৫-এর অঙ্ক জানে না’! ক্ষোভ সিইও-র
মূল্যস্ফীতি সূচকের ভিত্তিতে বেতন বৃদ্ধি
এই বেতন ও পেনশন বৃদ্ধি সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন আইন অনুযায়ী করা হয়েছে। ১৯৬১ সালের আয়কর আইনে উল্লিখিত মূল্যস্ফীতি সূচককে ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।