ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলছে ভালোবাসার সপ্তাহ (Valentine’s Week)। মানুষ ভালোবাসা প্রিয়। প্রেমে পড়াটা ভীষণই স্বাভাবিক। কেউ বারংবার প্রেমে (love) পড়ে, আবার কেউ বা এক প্রেমেই সারা জীবন কাটিয়ে দেন (Salman Khan)। আর প্রেম মানেই, মুদ্রার উল্টো পিঠে রয়েছে বিচ্ছেদ। এই বিচ্ছেদের যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাবেন? ধরুন, কেউ আপনাকে বছরের পর বছর ঠকালো। তখন আপনি কী করবেন? বিচ্ছেদ নিয়ে বলিউড স্টার (Bollywood Star) সলমন খান (Salman Khan) দিলেন বিশেষ পরামর্শ।
ভাইপোকে ভাইজানের পরামর্শ (Salman Khan)
সলমন খান (Salman Khan), বলিউডের চিরকুমার বলা হয় তাঁকে। তাঁর জীবনে বহুবার প্রেম এসেছে। প্রেমে ব্যর্থ হয়েছেন। ভাঙা হৃদয় মেরামত করেছেন নিজেই। এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি। তাঁর জীবন পাকাপাকি ভাবে অন্যের জীবনের সঙ্গে জড়াননি। কিন্তু প্রেম আর বিচ্ছেদের ডামাডোলে বারংবার ঘায়েল হয়েছে ভাইজানের মন। আর সেই ভাঙা মন জুড়ে কিভাবে স্বাভাবিক হতে হয়, সেটাই জানালেন তিনি। ভাইপো আরহান খানকে সম্পর্ক ভাঙলে ঠিক কি করতে হবে, তাঁরই একটা পডকাস্টে দিলেন পরামর্শ।
ভুল করলে স্বীকার করা উচিত (Salman Khan)
সলমন খানের (Salman Khan) পরামর্শ অনুযায়ী, কোনও কিছু যখন ভুল করবেন, তখন সঙ্গে সঙ্গে সেটা স্বীকার করে নেওয়া উচিত। ভুল করলে সব সময় ক্ষমা চেয়ে নেওয়া দরকার। ‘ধন্যবাদ’ এবং ‘দুঃখিত’ এই শব্দ দুটো সবসময় যেন মনের মধ্য থেকে বেরিয়ে আসে। কাউকে অশ্রদ্ধা করার দরকার নেই। তবে যেখানে সম্মান করা হবে না, সেখানে যাওয়ার প্রয়োজন নেই। সব সময় নিজের কাজ এবং লক্ষ্যে অনড় থাকতে হবে। নিজের কাজেই যেন সব সময় মন থাকে।
আরও পড়ুন: Subhasree-Yuvaan: মা শুভশ্রীর পথে হাঁটছে ইউভান! কীর্তি দেখে অবাক অনুরাগীরা
সম্পর্ক নিয়ে ভাইজানের বক্তব্য
সম্পর্ক নিয়ে ভাইজানের বক্তব্য, সম্পর্কে যাওয়া ভালো। এমনটা হতেই পারে যে, ৪০ থেকে ৫০ বছর এক সঙ্গে কাটিয়ে দেওয়ার পরেও বুঝতে পারলেন, আপনি ঠকছেন। পিছনে ছুরি মারা হচ্ছে। যখনই বুঝতে পারবেন, সেই মুহূর্তের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যেন ৩০ সেকেন্ড সময়ও না লাগে। জীবন থেকে সেই সম্পর্ককে মুছে দিতে হবে। প্রেমিকা যদি সম্পর্ক ভেঙে দেয়, তাহলে তাকে চলে যেতে দিন। তাকে একেবারে বিদায় জানান। শরীরের ক্ষতির উপর থেকে ব্যান্ড এইড যেভাবে তুলে ফেলা হয়, সম্পর্ক ভেঙে গেলে ঠিক সেটাই করুন। একটা ঘরে নিজেকে বন্ধ করে কান্নাকাটি করে নিন। তারপর সেই অধ্যায়টা পুরোপুরি শেষ কর। ঘর থেকে বেরিয়ে সবার সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলুন।
আরও পড়ুন: Angana Roy: প্রেম করতে গিয়ে ধরা পড়েছিলেন অঙ্গনা! ভালোবাসার সপ্তাহে সিক্রেট ফাঁস
নিজেকে কীভাবে সামলান সলমন?
সলমনের এহেন পরামর্শ দেখে অনুরাগীরা বলছেন, সলমন খান নিজেকে এভাবে সামলেছেন। নিজের ভাঙার হৃদয়ের কথা সলমন কাউকে খুব একটা বলতে পছন্দ করেন না। এতবার বিচ্ছেদের সম্মুখীন হওয়ার পরেও, মানসিক ভাবে তিনি এখনও স্ট্রং। হয়ত জীবনে তিনি এই পরামর্শ গুলো মেনে চলেন বলেই, বিচ্ছেদের আঘাত তাঁকে ঘায়েল করতে পারেনি।