ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন খান (Salman Khan) নাকি সেটে দাদাগিরি চালান! এই অভিযোগ উঠতেই মুখ খুলেছিলেন সলমন। বিষয়টা ব্যাখ্যা করেছিলেন। কিন্তু আবারও নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন। ছবি শিকারিদের সামনে কেনই বা তিনি রশ্মিকার (Rashmika Mandanna) হাত ধরে টেনে গাড়ি থেকে নামালেন? সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, রীতিমত হইচই পড়ে গিয়েছে। আবারও বলিউড ভাইজানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। সলমন খান নাকি আধিপত্য বিস্তার করতে চাইছেন?
সলমনের পাশে রশ্মিকা (Salman Khan)
ঈদে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘সিকন্দর’ (Sikandar) ছবি। রশ্মিকা মন্দানার সাথে এই প্রথম জুটি বেঁধেছেন সলমন খান (Salman Khan)। এই ছবির প্রচারে দু’জনকে এক ফ্রেমে দেখা গিয়েছে। সলমনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল, তখন অপরদিকে রশ্মিকা অভিনেতার হয়ে কথা বলেছিলেন। শুটিং চলাকালীন যখন অভিনেত্রী অসুস্থ ছিলেন, তখন সলমন তাঁর খেয়াল রেখেছিলেন। কিন্তু এবার এক প্রচার অনুষ্ঠানে প্রকাশ্যে নায়িকার হাত ধরেই টানলেন নায়ক।
রশ্মিকার হাত ধরে টান (Salman Khan)
সম্প্রতি রশ্মিকাকে দেখা গিয়েছে সলমনের (Salman Khan) সঙ্গে। ছবি প্রচারের সময় ছবিশিকারিদের সামনে দু’জনে পোজ দিচ্ছিলেন। তারপর রশ্মিকা গাড়িতে উঠে যান। তখন কিছু ছবিশিকারি বলেন, তাদের আরও ছবি চাই। তখনই সলমন রশ্মিকাকে গাড়ি থেকে হাত ধরে রীতিমত টেনে নামান। নিজের পাশে দাঁড় করিয়ে হাসিমুখের ছবি তোলেন।
আরও পড়ুন: Saurav-Darshana: নেহা কক্করের মতো অবস্থা সৌরভের! ক্ষোভ উগরে দিলেন অভিনেতা
বয়সের ব্যবধান
এর আগেও কিন্তু সলমনের এহেন ব্যবহারে একটু ক্ষুব্ধ হয়েছিলেন রশ্মিকার অনুরাগীরা। যেটা ঘটেছিল ট্রেলার মুক্তির দিন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, রশ্মিকা যেন একটু আড়ালে চলে গিয়েছিলেন। সলমন তৎক্ষণাৎ অভিনেত্রীর হাত ধরে সামনে আনেন। শুধু তাই নয়, সাংবাদিকদের বলেও ছিলেন, তাঁর এবং রশ্মিকার ব্যবধান প্রায় ৩১ বছর। এটা নিয়ে কেন সবার অসুবিধা? যেখানে রশ্মিকার কোনও আপত্তি নেই। অভিনেত্রীর বাবারও কোনও আপত্তি নেই।
আরও পড়ুন: Khadaan: ১০০ দিন ধরে দেবের লড়াই, তাও আক্ষেপ ভক্তদের! কোন অভিযোগ উঠল?
আয়ে পিছিয়ে সিকন্দর!
গত রবিবার গোটা দেশজুড়ে সিনেমা হলে রীতিমত গ্র্যান্ড এন্ট্রি নিয়েছে ভাইজানের সিকন্দর। তবে প্রথম দিনের নিরিখে বলা হচ্ছে, ভিকি কৌশলের ‘ছাবা’কে হারাতে পারেনি ভাইজানের ছবি। ভিকির ‘ছাবা’ প্রথম দিনে বক্স অফিসে আয় করেছিল প্রায় ৩১ কোটি টাকা। অপরদিকে ভাইজানের সিকন্দরের প্রথম দিনের কালেকশন প্রায় ২৬ কোটি টাকা। শুধু তাই নয়, এর আগে ঈদে সলমনের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর নিরিখে সিকন্দরের আয় বেশ পিছিয়ে। তবে এখন বক্স অফিসের হিসাব সঠিক বলা সম্ভব নয়। কারণ সবেমাত্র ছবিটি মুক্তি পেয়েছে। এবার বক্স অফিসে সিকন্দর কতটা লাভ করবে, তা সময় বলবে।