ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবার সেই পুরোনো মেজাজে ফিরছেন সলমন (Salman Khan)! থাকবে না নিরাপত্তারক্ষীরা! বহুদিন পর তিনি এমন কাজ করতেই রীতিমত ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সঙ্গে তাঁর অনুরাগীরা অবাকও হলেন। সলমন কী এমন করলেন? বলিউডের (Bollywood) ভাইজান বলা হয় সলমন খানকে। কিন্তু সাম্প্রতিক সময়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা তাঁর। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, ভাগ্যের চাকা মন্দের পথেই। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর অভিনীত ছবি ‘সিকন্দর ‘(Sikandar)। সাথে সর্বদাই মাথার ওপর ঘুরছে একের পর এক হুমকির খাঁড়া। এত কিছুর মাঝেও কি এমন করলেন অভিনেতা? যা দেখে অনেকটা খুশি হলেন তাঁর অনুরাগীরা?
সময় পরিবর্তন (Salman Khan)
একটা সময় ছিল। যখন সলমনকে (Salman Khan ) নিজের সুরক্ষার বিষয়ে সেভাবে ভাবতেই হত না। খোলা আকাশেই নিজের মতো করে খানিকটা সময় কাটানো ছিল বড্ড সহজ। এমনকি নিরাপত্তারক্ষী ছাড়াই, সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন অভিনেতা। কিন্তু সে সব এখন অতীত। লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) এর ক্রমাগত খুনের হুমকি যেন তাঁকে ঘরবন্দী হতে বাধ্য করেছে একপ্রকার। না পারছেন নিজের মতো করে কোথাও যেতে, না পারছেন একান্তে সময় কাটাতে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবনাটা যেন এক জেলখানায় বন্দি জীবনের মতো হয়ে পড়েছে। কড়া নিরাপত্তায় থাকাটা এখন যেন বাধ্যতামূলক নিয়মে পরিণত হয়েছে।
যেভাবে দেখা গেল ভাইজানকে (Salman Khan)
এই ভয়, আতঙ্কের মাঝেও সোমবার সলমনের (Salman Khan) দেখা মিলল। খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেই বোধহয় বহুদিন বাদে নিজের শহরের পথে দেখা গেল ভাইজানকে। সোমবার একটু ফাঁকা সময় পেতেই নিজের বাড়ি গ্যালাক্সি থেকে পথেও নামলেন তিনি। তবে কি নিরাপত্তারক্ষী ছাড়াই? না, সেই কপাল বোধহয় তাঁর ভাগ্যে আপাতত নেই। আগের মতো করে সাইকেল চালানো , সেইসময় ভাবা একপ্রকার দুষ্করই বলা চলে। কড়া নিরাপত্তারক্ষীর সাথেই দেখা মিলল ভাইজানের। তবে খানিকটা চুপিসারেই দেখা গেল তাঁকে। নিজের বাড়ির সামনের রাস্তায়। তবে, অনুরাগীদের নজর এড়ানো কি এত সোজা?
ক্যামেরাবন্দি হলেন ভাইজান
সন্ধ্যার অন্ধকারেও অনুরাগীদের নজরও এড়াতে অক্ষম হলেন সল্লু ভাই। বন্দি হলেন ক্যামেরাতেও। সেই মুহূর্ত বন্দি হয়ে নেটপাড়ায় ছড়িয়ে পড়তে বেশিক্ষণ লাগেনি। এসবের মাঝেও সম্প্রতি সলমনের বাসভবন গ্যালাক্সি আবাসনে এক অজ্ঞাতপরিচয় নারী এবং পুরুষ জোর করে ঢুকে পড়তে চেয়েছিলেন। যার কারণেই আরও বেশি পরিমাণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে।
আরও পড়ুন: Begni Ronger Alo: এবার মা হচ্ছেন সোহিনী! বললেন মানসী সিনহা
মিলল বহু প্রশংসা
এই নিয়ে বহুবার পেয়েছেন প্রাণ সংশয়ের হুমকি। তবে নিজের প্রাণের চেয়েও পরিবারকে রক্ষা করার দায়িত্ব অনেক বেশি। সেই কারণেই যতবারই তাঁর প্রাণসংশয় ঘটেছে, ‘ভাইজান’ সোজা চলে গিয়েছেন দুবাই বা অন্যত্র। এত ঘটনার মধ্যেই ভাইজান বারংবার ক্যামেরা বন্দি হতেও নারাজ। খানিকটা ক্যামেরার থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন তিনি। তবুও সব ভীতি কাটিয়ে একটু অন্য মুডেও নিজেকে খানিকটা ফ্রেশ ফিল করাতে বাড়ির বাইরে পা বাড়িয়েছেন। এই কাজই তাঁকে এনে দিয়েছেন প্রশংসার ঝড়।