ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডে একের পর এক বিয়ের খবর শোনা যাচ্ছে। কিছুদিন আগেই শোনা গিয়েছে আমির খান (Aamir Khan) তাঁর নতুন সঙ্গীকে খুঁজে পেয়েছেন। এবার সেই তালিকায় নাকি নাম এসে পড়ল সলমন খানের (Salman Khan)? শোনা গিয়েছে, সলমন খান (Salman Khan) নাকি সমাজ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন। মানে তিনি বিয়ে করছেন। আর এ কথা প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে তোলপাড় অনুরাগীদের মধ্যে। অভিনেতা কী পোস্ট করেছেন? সত্যিই কি তিনি বিয়ের পিঁড়িতে বসছেন?
কী জানান অভিনেতা? (Salman Khan)
বুধবার সলমন খানের (Salman Khan) ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। ভগ্নিপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অভিনেতা একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, অলভিরা খানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন অতুল। আর এমন একটি ছবি রসিকতা করে শেয়ার করেন তিনি। এই ছবির সাথে অভিনেতা আরও একটি পোস্ট শেয়ার করেন। যে পোস্টের অর্থ, অভিনেতা শুভ জন্মদিন জানিয়েছেন অতুলকে। অভিনেতার বোনকে খুব যত্নে রেখেছেন অতুল। তার জন্য অতুলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। ভগ্নিপতিকে খুব ভালোবাসেন তিনি, কারণ সে শ্রেষ্ঠ স্বামী ও সেরা বাবা।
কেন উঠল ঝড়? (Salman Khan)
অভিনেতা সলমন খান (Salman Khan) ভগ্নিপতি জন্মদিনে শুভেচ্ছা জানানোর সাথে সাথে আরও একটি পোস্ট শেয়ার করেন। যে পোস্টটিকে সকল অনুরাগীরাই অভিনেতার বার্তা হিসেবে ধরে নিয়েছে। কী সেই পোস্ট? অভিনেতার সেই পোস্ট থেকে জানা যায়, তিনিও একদিন অতুলের মত শ্রেষ্ঠ পুরুষ হয়ে উঠবেন। আর এই পোস্টটি সমাজ মাধ্যমে ঝড় তুলেছে। অর্থাৎ তিনি শ্রেষ্ঠ পুরুষ ও বাবা হতে চান।
আরও পড়ুন: Ipshita Mukherjee: আদৃতের জীবনে নতুন ঝড়, শান্ত করতে এন্ট্রি ঈপ্সিতার!
জল্পনার ঝড় উঠার কারণ
অভিনেতাকে এর আগেও তাঁর সম্পর্ক নিয়ে বহুবার প্রশ্ন করা হয়েছিল। তবে সেসব প্রশ্নের উত্তরে তেমন ভরসা করে উঠতে পারেননি অনুরাগীরা। কারণ সেসব উত্তরে সরাসরি কোনও সম্পর্কের কথা বলেননি অভিনেতা। বরং অভিনেতার কাছে শোনা গিয়েছিল, তিনি এই বয়সে আর সম্পর্কে জড়াতে যান না। কারণ সলমনের মতে, এখন অল্প কিছু সমস্যা হলেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। আর বিচ্ছেদ মানেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ। আর এই বয়সে এসে তিনি তাঁর উপার্জিত সব কিছু দিয়ে দিতে পারবেন না। কারণ অল্প বয়সে হলে হয়ত তিনি ঘুরে দাঁড়াতে পারতেন, তবে এই বয়সে সেটা আর তাঁর পক্ষে সম্ভব নয়। অর্থাৎ এক প্রকার সকল অনুরাগীরাই ধরে নিয়েছিল তিনি হয়ত বিয়ের মত সম্পর্কে আর নিজেকে জড়াবেন না। ফলে অভিনেতার এমন একটি পোস্ট স্বাভাবিক ভাবে দর্শক থেকে অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
আরও পড়ুন: Fahim Mirza: গুরুতর আহত ফাহিম, হয়েছে অস্ত্রোপচার! কেমন আছেন অভিনেতা?
জীবন সঙ্গীকে খুঁজে পাওয়া !
অভিনেতার এমন পোস্টে অনেকেই বলছেন, সলমন রসিকতা করেই এমনটি বলেছেন। আবার অনেকে মনে করছেন, আমির খান (Aamir Khan) যেমন তাঁর জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন। তেমনি সলমনও হয়ত নিজের জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছেন। আর সেই বার্তা কিছুটা হলেও তিনি দিতে চেয়েছেন অনুরাগীদের জন্য। এবার সবটা সময়ের অপেক্ষা।