ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) ভাইজান বলা হয় সলমন খানকে (Salman Khan)। আর সেই সলমন খান নাকি নকল করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়কে (Jacqueline Fernandez)! এই খবরে এখন সরগরম বলিপাড়া। ‘সিকন্দর’ (Sikandar) ছবির পোস্টার ঘিরে শুরু এখন নতুন বিতর্ক। নিঃসন্দেহে এই ছবির প্রথম ঝলক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু এবার জন্ম দিল নতুন সমালোচনার।
ধন্দে সলমন অনুরাগীরা (Salman Khan)
‘সিকন্দর’ ছবি নিয়ে সলমনের (Salman Khan) অনুরাগীদের মধ্যে কম উচ্ছ্বাস নেই। যত দিন যাচ্ছে, এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। কিন্তু প্রশ্ন উঠছে, শেষে কিনা জ্যাকলিনকেই নকল করলেন সলমন! কিন্তু হঠাৎ এমন প্রশ্ন ওঠার কারণ কী? কারণ বিগত তিন দশক ধরে বলিউডের শাসন চালাচ্ছেন সলমন। কিন্তু তাঁর ছবির পোস্টারের সঙ্গে মিলে গেল জ্যাকলিনের আরেকটি ছবির পোস্টার। সেটা কি ইচ্ছাকৃত ভাবে নাকি অনিচ্ছাকৃত ভাবে? ধন্দে সলমন অনুরাগীরা।
নিন্দুকদের দাবি (Salman Khan)
নিন্দুকদের দাবি, ভাইজান (Salman Khan) নকল করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। আসলে ব্যাপারটা হল, ২০২০ সালে মুক্তি পেয়েছিল জ্যাকলিনের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’। আর সেই ছবির পোস্টারের। লুকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে সলমনের ছবির পোস্টারের লুক। এমনটাই দাবি সমালোচকদের। অনেকে আবার দুটো ছবির পোস্টার ভাগ করে নিয়ে তুলনা করছেন।
আরও পড়ুন: Kriti Sanon: পাত্র রেডি, কিন্তু বিয়ে করতে পারবেন না কৃতি স্যানন! তুঙ্গে জল্পনা
সলমনের প্রতিটি পদক্ষেপে অনুরাগীদের নজর
সলমন খানের প্রতিটি পদক্ষেপ থেকে শুরু করে তাঁর খুঁটিনাটি বিষয়ের উপর অনুরাগীদের তীক্ষ্ম দৃষ্টি থাকে। যখন ‘সিকন্দর’ ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই ভাইরাল হল ওই পোস্টার। ছবিটিতে দেখা যাচ্ছে, সলমন তাকিয়ে রয়েছেন তীক্ষ্ম নিষ্পলক দৃষ্টিতে। আর তাঁর মুখের উপর খেলা করছে লালচে নীল আলোর আভা। যেখানে সলমন খানের লুক একেবারে রহস্যময়। হাতে একটি ধারাল অস্ত্র। জ্যাকলিনের ছবির পোস্টারেও কিন্তু রয়েছে ঠিক সেই রকমের লাল নীল আলোর আভা। জ্যাকলিনের লুকের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে সলমনের লুক। এমনকি নিন্দুকরা, ইমরান হাশমির ‘রাজ ৩’ ছবির পোস্টারও বের করেছেন। সেই ছবির পোস্টারের সঙ্গেও মিলে যাচ্ছে সলমন এবং জ্যাকলিন, দুজনের ছবির পোস্টার।
আরও পড়ুন: Bengali Serial TRP: টানা ৬ বার শীর্ষে জি বাংলার মেগা, পুরনো ফর্মে ফিরছে জগদ্ধাত্রী
ছবি মুক্তি পাবে ঈদে
গত বছরের ডিসেম্বরের মুক্তি পেয়েছে, ‘সিকন্দর’ ছবির এক ঝলক। যেখানে সলমনের মুখে শোনা যায়,” শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা।….” তখন অনুরাগীরা অনেকেই মনে করেছিলেন, ভাইজানের এহেন বক্তব্য ছিল লরেন্স বিষ্ণোইয়ের উদ্দেশ্য। কারণ এখনও পর্যন্ত বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা এবং কাজল আগরওয়ালকে । ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরে অর্থাৎ ২০২৫ এর ঈদে।