ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুঞ্জন সত্যি হল। তবে কি সলমন খানের (Salman Khan) হলিউডে (Hollywood) এন্ট্রি নেওয়ার খবরটা একেবারে পাকা? কয়েকদিন ধরেই বলিপাড়ার (Bollywood ) অন্দরে তোলপাড় চলছে। বিশেষ করে সলমন অনুরাগীরা তো এখনও পর্যন্ত একটা প্রশ্নের উত্তর খুঁজছেন। তা হল, সলমন খানকে হলিউডে ঠিক কোন চরিত্রে (Character) দেখা যাবে?
হলিউডি শুটিংয়ের ফাঁকে ভাইরাল ভিডিও (Salman Khan)
বলিউডের ভাইজান (Salman Khan) এখন রয়েছেন দুবাইতে। সেখান থেকেই ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক ভিডিও থেকে ছবি। হলিউডে নাকি সলমন খান অটো চালাচ্ছেন। এটা কী ভাবে সম্ভব? দুবাইয়ে ধারাভি বসতির আদলে তৈরি হয়েছে একটা বিশাল সেট। সেখানেই পুরোদমে চলছে শুটিং। সলমন খান এখন দুবাইয়ে তাঁর হলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। আর সেই ছবির সেট থেকেই ভাইজানের একের পর এক হলিউডের লুক ভাইরাল হচ্ছে। এবার তাঁকে দেখা গেল, অটোচালকের পোশাকে। পরনে খাকি রংয়ের শার্ট। সাথে রং মিলান্তি ট্রাউজার। ঘাড়ে রাখা অটোচালকদের মতো রুমাল। শুধু তাই নয়, সেটে দাঁড়িয়ে সলমন অটো চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন সঞ্জয় দত্ত।
কোন ছবিতে দেখা যাবে সলমন কে? (Salman Khan)
প্রশ্ন হল, সলমনকে (Salman Khan) হলিউডের ঠিক কোন ছবিতে দেখা যাবে? শোনা যাচ্ছে, ২০২১ সালে মুক্তি পেয়েছিল আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’। সেই সিনেমার একটা রিমেক তৈরি করতে চলেছে হলিউড। পরিচালনায় রড্রিগো গুয়েরার। থ্রিলার ধর্মী এই ছবিতেই একটু বেশ অন্যরকম লুকিয়ে দেখা যাবে সলমনকে।
আরও পড়ুন: Raj Chakrabarty Birthday: রাজের জন্মদিনে শুভশ্রীর বিশেষ উপহার, শেয়ার করলেন গোপন ছবি
সলমনের চরিত্রের চমক
সলমনের চরিত্র কেমন হবে তা এখনও জানা যায়নি। তাঁর চরিত্রে যে একটা চমক রয়েছে, তা বলাই বাহুল্য। বিষয়টা কিছুটা সিক্রেট হিসেবেই রয়েছে। এর আগেও সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল, সলমন খানের পরনে রয়েছে অফ হোয়াইট রঙের শার্ট। একটি রেস্তোরাঁয় তিনি দাঁড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন: Saira Banu : বিচ্ছেদের পরেও ভালোবাসা অটুট, প্রাক্তন স্ত্রীর পাশে এ আর রহমান
দর্শকদের মন জিতবে অ্যাকশন সিকোয়েন্স
আগেই শোনা গিয়েছিল, সলমন খানের পাশাপাশি এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। যেখানে দর্শকের মন ছুঁয়ে যাবে, দুই তারকার অ্যাকশন সিকোয়েন্স। আশাবাদী ভাইজানের অনুরাগীরা। কারণ এর আগে সলমনকে হলিউডে দেখা যায়নি। যদিও বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে একাধিক তারকা ইতিমধ্যেই হলিউডে পা রেখেছেন। কিন্তু সলমন শাহরুখ খানকে এখনও দেখা যায়নি। তাই সলমনের নাম সেই তালিকায় নব সংযোজন হলে, সেটা অনুরাগীদের জন্য একটা খুশির খবর।