ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিষ্ণোই গ্যাং যেন সলমন খানকে (Salman Khan) তাড়া করে বেড়াচ্ছে। এবার আর কোনও উড়ো চিঠি (threat letter) কিংবা ফোন নয়। সরাসরি শুটিং (Shooting) ফ্লোরে ঢুকে, সালমান খানকে হুমকি দিলেন এক ব্যক্তি। তবে কি ভাইজানের জীবনে আবারও নতুন করে বিপদ ঘনিয়ে এল? প্রাণনাশের হুমকির হাত থেকে কবে মুক্তি পাবেন তিনি?
অনুরাগীদের মনে ভয় (Salman Khan)
সব সময় যেন একটা ভয় কাজ করছে, ভাইজানের (Salman Khan) অনুরাগীদের মধ্যে। কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনাকে কেন্দ্র করে, বহু বছর হল। সলমন খান বিতর্কে (Controversy ) জড়িয়েছেন। কিছুতেই যেন বিষয়টা নিষ্পত্তি হচ্ছে না। অপর দিকে সলমনের মাথার উপর ঝুলছে, একের পর এক করার হুমকি।
সিসিটিভি-তে মোড়া বাড়ি (Salman Khan)
ভাইজান (Salman Khan) নিজের বাড়িকে পুরো সিসিটিভি (CCTV) দিয়ে মুড়ে ফেলেছেন। নিরাপত্তা (Protection) আরও বাড়িয়েছেন। কিন্তু আশঙ্কা কাটছে না। সম্প্রতি যে ঘটনা ঘটেছে, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি, সলমনের কাছে যেতে পারেননি ঠিকই। কিন্তু হুমকি দেওয়ার সাহস তো দেখালেন। নিরাপত্তা রক্ষীদের (Security guard) হাতে আটক হয়েছেন। ওই ব্যক্তির দাবি, তিনি লরেন্স বিষ্ণোই দলের লোক। তাকে আটক করেছে পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে সলমনের তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তিনি এই বিষয়ে একেবারেই চুপ।
আরও পড়ুন: Naga-Sobhita Wedding: নাগা-শোভিতার বিয়েতে চমক, সামান্থাকে নিয়ে চিন্তিত অনুরাগীরা
বাবা সিদ্দিকিকে হত্যা
দশেরার দিন পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকি গাড়িতে ওঠার সময় আচমকা সেখানে হাজির হল তিন দুষ্কৃতি। লাগাতার চলল গুলি। ঘটনা স্থলেই লুটিয়ে পড়েন বাবা সিদ্দিকি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ঠিকই। কিন্তু মূল পান্ডা এখনও হাতের নাগালের বাইরে এমনটাই মনে করছে অনেকেই। সেই ঘটনার পর, সলমন খানকেও হাসপাতালে দেখা গিয়েছিল। এমনকি তিনি যে বাবা সিদ্দিকির হত্যার পর অত্যন্ত ভেঙে পড়েছেন তা স্পষ্ট। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর এত সমস্যা পোহাতে হচ্ছে সলমন খানকে।
আরও পড়ুন: KIFF 2024: শুরু ৩০ তম কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সলমনের বন্ধু ছিলেন সিদ্দিকি
বাবা সিদ্দিকি ছিলেন সলমনের খুব ভালো বন্ধু। তাঁর মৃত্যুর পর একের পর খুনের হুমকি পাচ্ছেন ভাইজান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এমনি থেকেই সলমনের নাম জড়িয়েছে। তারপর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন তিনি। এর আগেও, একবার হুমকির বার্তা পেয়েছিলেন। যেখানে দাবি করা হয়েছিল পাঁচ কোটি টাকা। সেই ঘটনায় গ্রেফতার হন জামশেদপুরের এক সবজি বিক্রেতা।
থামছেনা হুমকি
আবারও এই হুমকির অভিযোগে গ্রেফতার হয়েছে কুড়ি বছরের এক যুবক। কিন্তু হুমকি যেন থামছে না। খুব সাবধানে থাকতে হচ্ছে সলমন খানকে। শুধু সলমন খান নন, বলিউডের বহু তারকা বাবা সিদ্দিকির হত্যার পর যেন একটু মেপে মেপে প্রকাশ্যে চলাফেরা করছেন। শাহরুখ খানকেও (Shah Rukh Khan) জন্মদিনের দিন মন্নতের ছাদে দেখা যায়নি।