Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু সলমন খান (Salman Khan) যেন লাগাতার হুমকির মুখ থেকে কিছুতেই রেহাই পাচ্ছেন না । সেই চব্বিশ সালের শুরু থেকে লাগাতার হুমকি পেয়ে যাচ্ছেন বলিউডের এই সুপারস্টার। কবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে ? নিজের বাড়িকে পুরো নিরাপত্তায় মুড়ে ফেলেছেন। সিসিটিভি দিয়ে ঘিরে ফেলেছেন। তার পরেও কেন রেহাই নেই? আবারও সলমনের বাড়িতে কী হল ? কেনই বা অপরিচিত ব্যক্তি সলমনের বাড়িতে প্রবেশের চেষ্টা করল?
সময় ভালো যাচ্ছে না (Salman Khan)
সলমন খানের (Salman Khan) সময়টা এখন খারাপ যাচ্ছে। একটা সময় যে বলিউড (Bollywood ) সুপারস্টারের একের পর এক ছবি ছক্কা হাঁকিয়েছে বক্স অফিসে। সেই বলিউড সুপারস্টারের ছবি এখন মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি সলমনের ‘সিকন্দর’ আশাপ্রদ লাভ তুলতে পারিনি। অনেকেই বলছে, সলমনের এবার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে। অপরদিকে সলমনের মাথার উপর ঝুলছে একের পর এক হুমকির খাঁড়া।
কে দিচ্ছে হুমকি? (Salman Khan)
গত বছর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাং লাগাতার প্রাণনাশের হুমকি দিচ্ছেন। লরেন্স বিষ্ণোই একজন ভারতীয় গ্যাংস্টার। তিনি পাঞ্জাবের সংগীত শিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার পরিকল্পনা ও বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan) হত্যার হুমকি দেওয়ার জন্য বেশি পরিচিত। শোনা যায়, তার গ্যাং সাতশোর বেশি শুটারের সাথে যুক্ত।
দু’জনকে আটক
গত সোমবার ঘটনাটি ঘটে। ইশা ছাবড়া নামে বছর বত্রিশের ওই মহিলা নিজেকে সলমন ভক্ত বলে দাবি করেছেন। যিনি সলমনের বাড়িতে ঢুকতে গিয়ে ধরা পড়েন। আবার পরের দিন মঙ্গলবার জিতেন্দ্র কুমার সিং নামে এক ব্যক্তি সকালে গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করলে ধরা পড়েন। দু’জনকেই পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। কিন্তু এত নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দিয়ে কীভাবে প্রবেশ করল? এ নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: Yash-Nusrat: নুসরতকে কেন আনফলো করলেন যশ? সত্যিটা সামনে আনলেন অভিনেতা
চলাফেরা সীমাবদ্ধ
সলমনকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে তাঁর চলাফেরা নির্দিষ্ট মাপকাঠির মধ্যে সীমাবদ্ধ। সাথে তাঁর পরিবারের লোকজনও উদ্বিগ্নে থাকেন সর্বক্ষণ। গত বছরে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি করা হয়েছিল। যার জন্য বারান্দাটিকে বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা হয়েছে। সর্বক্ষণ নিরাপত্তা রক্ষীর চাদরে মোড়া। কিভাবেই বা এই ঘেরাটোপের মধ্যে দিয়ে তারা ভিতরে প্রবেশ করল? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। আপাতত ওই দুই ব্যক্তিকে মুম্বাই পুলিশ আটক করেছে।