ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানসিক অবসাদে ভুগছেন সময় রায়না (Samay Raina)। শুধু তাই নয় তিনি বেশ হতাশাগ্রস্থ। রণবীর আলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বিতর্কিত মন্তব্যের পর, রায়না ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের সমস্ত পর্ব ডিলিট করে দিয়েছেন। কিন্তু সময় রায়না বিতর্ক থেকে এখনও পর্যন্ত বেরোতে পারেননি। আর তাই কি সময় রায়নার এখন সময়টা ভালো যাচ্ছে না?
ভয়ে আছেন সময় রায়না (Samay Raina)
ইউটিউবার শ্বেতাভ গাঙ্গওয়ারের (Shwetabh Gangwar) কথায়, সময়ের (Samay Raina) সঙ্গে তিনি কথা বলেছেন। কথা বলার পর তিনি বুঝতে পেরেছেন, সময় এখন বেশ ভয় পেয়ে আছেন। মনে মনে ভীষণ হতাশ। এই বিতর্কের মাঝেও সময়ের সাথে তার বন্ধুর কথা হয়। দেখা যায়, সময় আগের মতো আর চঞ্চল নেই। খুব ধীরে ধীরে কথা বলছেন।
সোশ্যাল মিডিয়া থেকে বিরতি (Samay Raina)
এমনকি এও শোনা যাচ্ছে, সময় রায়না (Samay Raina) ভিতর ভিতর অনেকটা ভেঙে পড়েছেন। যখন বিতর্ক প্রথম শুরু হয়, তখনও তার মধ্যে সেই পুরনো ‘সময়’ ছিল। কিন্তু এখন সময় রায়না যেন একজন ভেঙে পড়া মানুষ। ভীষণ হতাশাগ্রস্থ তিনি। সোশ্যাল মিডিয়া থেকে সময় রায়না এখন বিরতি নিয়েছেন। কারণ নিজেকে তিনি অসহায় বোধ করেছিলেন। এমনকি এই কঠিন সময় তার পাশে বন্ধুরাও ছিল না। এই প্রসঙ্গে শ্বেতাভর বক্তব্য, তিনি তার বন্ধুকে এভাবে দেখতে পারছিলেন না। যার কারণে তিনিও মানসিক ভাবে ক্লান্ত ছিলেন। শুধু সময় রায়না নন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন রণবীর, অপূর্বা মাখিজা এবং আশিসও।
ঘটনার সূত্রপাত
সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে বিচারকের আসনে ছিলেন সময় রায়না , আশিস চঞ্চলানি, অপূর্বা মাখিজা, যশপ্রীত সিং। ওই শো’য়ে কিছু বিতর্কিত মন্তব্য কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ঝড় ওঠে। রণবীর ইলাহাবাদিয়া একটা ভিডিওতে এসে ক্ষমা চান। বলেন, তিনি বুঝতে পেরেছেন, ওই মন্তব্য একেবারেই মজার না। মন্তব্যটি অশ্লীল। আশা করছেন, সবাই তাকে ক্ষমা করে দেবে। কিন্তু ক্ষমা তিনি পাননি। অপরদিকে এতদিন ধরে যে ইমেজ বানিয়ে ছিলেন, সেই ইমেজ ভেঙে চুরমার। সময় রায়নাও বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেন।
আরও পড়ুন: Rekha: অমিতাভ পুত্রকে আলিঙ্গন করে রেখার তৃপ্তি! তবে কি মিটল মনোমালিন্য?
সুপ্রিম কোর্টের তরফে আইনি স্বস্তি
মুম্বাই পুলিশ গিয়ে ওই শো এর শুটিং সেটে হানা দেয়। অভিযোগ দায়ের হয় সময় রায়না এবং রণবীরের নামে। মহারাষ্ট্র উইমেন্স কমিশনের তরফ থেকেও কমপ্লেইন ফাইল করা হয় অপূর্বা মাখিজার নামে। এফআইআর দায়ের করে আসাম পুলিশও। বিষয়টা খতিয়ে দেখে পার্লামেন্ট। ব্যাপারটা আর সামান্য ছিল না। যদিও সুপ্রিম কোর্ট এই মামলায় রণবীরকে কিছুটা স্বস্তি দিয়েছে। কিন্তু সেটা আইনি স্বস্তি। বিতর্ক এখনও তাদের পিছু ছাড়েনি।
আরও পড়ুন: Mithijhora: শীঘ্রই শেষ হচ্ছে ‘মিঠিঝোরা’! আসছে নতুন কোন ধারাবাহিক?
কানাডায় বিতর্কিত মন্তব্য
এখন কানাডায় ঘুরে ঘুরে নিজের শোয়ের ট্যুর করছেন সময়। কিছুদিন আগে সেখানকার একটি শো’য়ের বিরুদ্ধে মজাও করেন। সেই বিষয়টিও দেশের সর্বোচ্চ আদালত ভালো চোখে দেখেনি। বিচারপতি সময়ের নাম না করে উল্লেখ করেছেন, “অভিযুক্তদের মধ্যে একজন কানাডায় গিয়ে এই সব নিয়ে কথা বলেছে…এই তরুণ এবং অতি বুদ্ধিমানরা মনে করে যে তারা আরও বেশি জানে, একজন কানাডা গিয়ে নানা কথা বলছেন। জানেন না, এই আদালত কী করতে পারে।”