ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung Galaxy 5G Phone) ভারতে নতুন স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি। আজ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এই ফোনটি বাজারে লঞ্চ হবে। স্যামসাংয়ের গ্যালাক্সি এফ সিরিজের এই ফোনটি ফ্লিপকার্ট এবং বিভিন্ন স্যামসাং স্টোর থেকে কেনা যাবে। ফোনটির দাম হতে পারে ৯,০০০ থেকে ৯,৯৯৯ টাকার মধ্যে, এবং এটি দুটি রঙে লঞ্চ করা হবে।
ইনবিল্ট ১২৮ জিবি স্টোরেজ! (Samsung Galaxy 5G Phone)
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের কিছু সম্ভাব্য ফিচার (Samsung Galaxy 5G Phone) সম্পর্কে জানা গেছে। এতে ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি প্লাস রেজোলিউশন সমর্থন করবে। ফোনটিতে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হবে, যা কার্যকারিতাকে আরও বৃদ্ধি করবে। এই ফোনে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যাবে।
দুর্দান্ত ক্যামেরা ফিচার! (Samsung Galaxy 5G Phone)
ফোনের ক্যামেরা সম্পর্কে বলতে গেলে, এতে ৫০ মেগাপিক্সেলের (Samsung Galaxy 5G Phone) প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকবে। এছাড়াও, ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যা সেলফি তোলার অভিজ্ঞতাকে উন্নত করবে। ইউজাররা চার বছরের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাবে।
আরও পড়ুন: Lava Yuva Smart Phone: বাজারে ‘লাভা’র নতুন ফোন, দাম দশ হাজারেরও কম!
দারুণ ব্যাটারি সাপোর্ট
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্টও থাকবে। ফোনটির সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, যা ইউজারের নিরাপত্তা নিশ্চিত করবে।
রিয়েলমির নয়া গেমিং ফোন
এদিকে, রিয়েলমি তাদের নতুন গেমিং ফোন—রিয়েলমি পি৩ প্রো লঞ্চ করতে চলেছে। এটি রিয়েলমি পি২ প্রোর সাকসেসর। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে এবং ফাস্ট চার্জিং সাপোর্টও থাকবে। গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত GT Boost গেমিং টেকনোলজি থাকবে।
রিয়েলমি লঞ্চ কবে, কখন?
রিয়েলমি পি৩ প্রো ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় লঞ্চ হবে। এটি রিয়েলমির অনলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ফোনটিতে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।