ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও ধারাবাহিকে (serial) ফিরছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা (Sandy Saha)। তারই আভাস পাওয়া গেল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে (Instragram Story)। শুটিং চলাকালীন কিছু ছবি এবং ভিডিও শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। স্যান্ডি অভিনীত আসন্ন নতুন ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)।
স্যান্ডির ইনস্টাগ্রাম স্টোরি (Sandy Saha)
স্যান্ডি সাহা (Sandy Saha) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি মেকআপ ভ্যান থেকে নামছেন। সেখানে লেখা আছে ‘প্রোমো, নিউ সিরিয়াল’। আরেকটি ভিডিওতে দেখা যায়, জোর কদমে চলছে শুটিংয়ের কাজ। একটি বনেদি বাড়িতে চলছে শুটিং। দৃশ্য দেখে মনে হচ্ছে, পুজো কিংবা কোনও বিয়ের অনুষ্ঠানের দৃশ্যের শুট চলছে। চারিদিকে সাজানো হয়েছে গাঁদা ফুল আর আম পাতায়। এছাড়াও স্যান্ডি সাহা সেলফি মুডে একটা ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে এক ফ্রেমে দেখা গিয়েছে আরিয়ান ভৌমিকের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ার সেনসেশন স্যান্ডি (Sandy Saha)
প্রসঙ্গত, স্যান্ডি সাহা (Sandy Saha) একজন বিখ্যাত ইউটিউবার। নানান ধরনের মজার বিষয়বস্তু নিয়ে ভিডিও নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন। ভালো নাম সন্দীপ সাহা। তবে অনুরাগীদের কাছে তিনি কেবলই ‘স্যান্ডি’। তিনি সিনেমাতেও অভিনয় করেছেন। আবার তাঁকে ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। রোডিজের প্রতিযোগীও ছিলেন তিনি। তাঁর ফ্যান সংখ্যা নেহাত কম নয়। এক কথায় বলা যেতে পারে, সোশ্যাল মিডিয়ার সেনসেশন।
আরও পড়ুন: Urvashi Rautela: ওরিকে মন দিলেন উর্বশী রাউতেলা! কবে বিয়ের পিঁড়িতে বসছেন?
নায়কের ভূমিকায় আরিয়ান
বাংলা ধারাবাহিকে স্যান্ডি সাহা এই প্রথম নয়। এর আগেও তাঁকে দেখা গিয়েছিল ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ধারাবাহিকে। চরিত্রের নাম ছিল বিপস। তাঁকে ‘ফেরারি মন’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে। মাঝে এক দেড় বছর কোনও ধারাবাহিকে দেখা যায়নি। এবার যে ধারাবাহিকে স্যান্ডিকে দেখা যাবে, ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক। ধারাবাহিকের প্রোমো শুটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু টুইস্টটা হল, এখনও পর্যন্ত এই ধারাবাহিকের নাম কী, ধারাবাহিকের গল্পই বা কেমন হতে চলেছে, তা জানা যায়নি। অপরদিকে ‘তিতলি’র পর সান বাংলার হাত ধরে আবারও ছোটপর্দায় কামব্যাক করছেন আরিয়ান ভৌমিক।
আরও পড়ুন: Tamannaah Bhatia: মহাকুম্ভে সাধিকার বেশে তামান্না, লড়াই করবেন অশুভ শক্তির বিরুদ্ধে!
খুশি অনুরাগীরা
আরিয়ান যে ছোট পর্দায় ফিরছেন, এ খবরে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। অনেকেই সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছেন । ধারাবাহিকের গল্প কেমন হতে চলেছে, কিংবা ধারাবাহিকের নাম জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক থেকে শুরু করে অনুরাগীরা।