Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ছিল এক দুর্ভাগ্যপূর্ণ (Sanjay Kapoor Death) দিন। দিনের শুরুতেই আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা পুরো দেশের মানুষের অন্তরকে নাড়িয়ে দিয়েছিল। আর সেই শোকের ছায়ার মাঝেই সন্ধ্যার পর ঘনিয়ে আসে আরও এক মর্মান্তিক সংবাদ। গতকাল প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী, শিল্পপতি সঞ্জয় কাপুর। যদিও করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছিল প্রায় এক যুগ আগেই, তবুও তাঁর মৃত্যুর কারণে করিশ্মার পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি ছিলেন করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান-এর পিতা।
হৃদরোগে আক্রান্ত হন তিনি (Sanjay Kapoor Death)
সূত্রের খবর, সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছে (Sanjay Kapoor Death) ইংল্যান্ডে। ১২ জুন তিনি হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাটি ঘটেছিল একটি প্রাইভেট পোলো ম্যাচের সময়। খেলতে খেলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। সমাজ বিশ্লেষক ও লেখক সুহেল শেঠ সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে শোক প্রকাশ করেছেন।
জীবনের শেষ বার্তা (Sanjay Kapoor Death)
অন্যদিকে, সঞ্জয়ের শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি ছিল আহমেদাবাদের (Sanjay Kapoor Death) বিমান দুর্ঘটনা নিয়ে, যেখানে তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন। অনেকেরই মনে হয়েছে, সেটিই ছিল তাঁর জীবনের শেষ বার্তা। মুহূর্তের মধ্যেই তিনিও পাড়ি দিলেন পরলোকে। অনেকেই মনে করছেন, জীবনটা এমনই। আজ আছি, কাল নেই… খানিকটা সেই কথার মত, “কাল কিসনে দেখা হ্যায়!”
২০০৩ সালে বিয়ে হয়েছিল সঞ্জয়-করিশ্মার
২০০৩ সালে সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তানও রয়েছে—সামাইরা ও কিয়ান। তবে তাঁদের বিবাহের সময়কাল ছিল মাত্র ১১ বছর। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এর পর সঞ্জয় নতুন করে জীবন শুরু করেন বিখ্যাত মডেল প্রিয়া সচদেবের সঙ্গে। ২০১৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম আজারিয়াস কাপুর।
সঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যু
সঞ্জয়ের মৃত্যুর দিনটিও বেশ অস্বাভাবিক ছিল। তিনি ইংল্যান্ডের একটি ক্লাবে গল্ফ খেলতে গিয়েছিলেন। গল্ফ খেলার সময় হঠাৎ একটি মৌমাছি তাঁর গলায় ঢুকে পড়ে। তা বের করতে না পারায় তার শরীর ক্রমশ খারাপ হতে থাকে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জয়। চিকিৎসার জন্য যথেষ্ট সময় বা সুযোগ পাননি তিনি।
আনুষ্ঠানিক বিবৃতি দেননি করিশ্মা
সঞ্জয়ের মৃত্যু সংবাদ প্রকাশিত হতেই করিশ্মার বাড়ির সামনে জমা হতে থাকে অভিনেতা-অভিনেত্রী ও আত্মীয় পরিজনেরা। করিনা কাপুর, মালাইকা অরোরা, সইফ আলি খানসহ অনেক তারকা করিশ্মার বাড়িতে এসে শোক প্রকাশ করেন। করিশ্মা নিজে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। সন্ধ্যার পর থেকেই বাড়ির সামনে পুলিশি পাহারা কঠোর করা হয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
আরও পড়ুন: Mamata Banerjee: দিঘায় রথযাত্রার প্রস্তুতি শুরু, মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার!
সঞ্জয় কাপুরের মৃত্যুর এই দুঃসংবাদ করিশ্মার পরিবার এবং বলিউড মহলে গভীর শোকের সৃষ্টি করেছে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার শোক এখনও কাটিয়ে ওঠেনি দেশবাসী, সেখানে যোগ হল সঞ্জয় কাপুরের অকাল প্রয়াণের করুণ বার্তা।