ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সঞ্জয় দত্ত (Sanjay-Madhuri) ও মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) একসাথে নাচলেন বিয়ের অনুষ্ঠানে! সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। রীতিমত অনুরাগীরা তো অবাক। না, আদৌ বিষয়টা তা নয়। অভিনেতা সঞ্জয়ের সাথে নাচলেন তাঁর স্ত্রী মান্যতা (Maanayata Dutt) ,মাধুরী দীক্ষিত নয়। যদিও প্রথম দৃষ্টিতে মনে হবে তিনি মাধুরী দীক্ষিতের সাথে নাচছেন। কিন্তু তিনি মাধুরী নন মান্যতা দত্ত ( Maanayata Dutt)। কোন্ গানে নাচলেন দুজনে? কোনও অনুষ্ঠান ছিল কী ? কেমন লাগল তাঁদের নাচ?
কোন গানে নাচলেন? (Sanjay-Madhuri)
স্টালিন গ্রুপের সোনম ফাবিয়ানির বোন সারিনা (Sanjay-Madhuri) ভাসওয়ানি ও তাঁর বাগদত্তা লাভিন হেমলানির সঙ্গীত অনুষ্ঠান ছিল। আর সেই সঙ্গীত অনুষ্ঠানে একসাথে পারফর্ম করলেন সঞ্জয় ও মান্যতা দত্ত। কী গানে নাচলেন দুজনে? ‘মেরি দুনিয়া হ্যায় ‘ গানে নাচতে দেখা গেল দুজনকে। এই গানটি ‘বাস্তব’ ছবির আইকনিক ট্র্যাক। সঞ্জয় মান্যতার (Sanjay-Maanayata) নাচ দেখে মুগ্ধ নেটপাড়া।
অনুষ্ঠানের সাজ (Sanjay-Madhuri)
সঙ্গীত অনুষ্ঠানে দুজনেই নীল রঙের পোশাক (Sanjay-Madhuri) পরেছিলেন। মান্যতা পরেছিলেন নীল রঙের ভারী কাজ করা লেহেঙ্গা । আর সঞ্জয় দত্ত পরেছিলেন মখমলের শেরওয়ানি, যাতে রূপোলি এমব্রয়ডারির কাজ করা। দুজনের এমন সাজ ও তাঁদের একসাথে দেখে দর্শকের মনে হয়েছে যেন কোনও সিনেমার গানের শুটিং চলছে।
বিয়ের পর বদল
নামকরা অভিনেত্রী হওয়ার স্বপ্নে দুবাই থেকে সবকিছু ছেড়ে মুম্বাই চলে আসেন মান্যতা (Maanayata Dutt)। মান্যতার আসল নাম দিলনাওয়াজ শেখ। তিনি চলচ্চিত্রে আসার পর নাম পরিবর্তন করে রাখেন সানা খান। তবে বিয়ের পর নিজেকে মান্যতা হিসাবে পরিচিতি দেন। ‘ গঙ্গাজল ‘ ছবিতে আইটেম গানে নাচতে দেখা গিয়েছিল মান্যতাকে। সে সময় এই নাচ খুব জনপ্রিয় হয়েছিল। কিন্তু সঞ্জয় দত্তকে বিয়ে করার পর বলিউডে সেভাবে দেখা যায়নি অভিনেত্রীকে।
ভুল করে বসেন অনুরাগীরা
যাই হোক সঙ্গীত অনুষ্ঠানে এই তারকা দম্পতি অর্থাৎ সঞ্জয় ও মান্যতার নাচ সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রথম মাধুরী দীক্ষিত ভেবে ভুল করে বসেন অনেক অনুরাগীরাই । কারণ একসময় সঞ্জয় দত্তের সাথে মাধুরী দীক্ষিতের সম্পর্ক ছিল মাখোমাখো । বলা যেতে পারে বলিউড কুইন মাধুরী দীক্ষিতের সাথে অভিনেতা সঞ্জয় দত্তের প্রেম ছিল তুঙ্গে। শুধুমাত্র বাস্তবে এমনটা ছিল তা নয়, রিল লাইফেও এই জুটি বেশ জনপ্রিয় ছিল । শোনা গিয়েছে , একসময় সঞ্জয় ও মাধুরী দীক্ষিতের বিয়ের কথাও হয় । কিন্তু কেসে সঞ্জয়ের নাম জড়ানোর পর মাধুরী, নিজেকে সরিয়ে নেন অভিনেতার থেকে। তবে এই সব বিষয়ে দুজনেই প্রকাশ্যে মুখ খোলেননি কখনও।
আরও পড়ুন: Weather Forecast: বর্ষা আসতে এখনও দেরি, গরমে নাজেহাল বঙ্গবাসী!
প্রশংসায় পঞ্চমুখ
সঞ্জয় ও মান্যতার নাচ দেখে বহু অনুরাগীরা প্রশংসা করেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন অভিনেতা মাধুরী দীক্ষিতের সাথে অভিনেতা নাচছেন। আবার কেউ কেউ ভেবেছিলেন মাধুরী দীক্ষিতের সাথে কোনও গানের শুটিং চলছে। তবে বলা যেতে পারে, সঞ্জয় ও মান্যতার রসায়ন বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। বিশেষ করে যখন সঞ্জয় দত্ত মান্যতার কপালে চুমু খেয়েছেন। এক প্রকার সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন উপস্থিত দর্শকরা।