Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সঞ্জয় রায়ের ফাঁসির (Sanjay Roy HC) আবেদনের করে রাজ্য সরকারের হাইকোর্টে মামলা করার এক্তিয়ার বা অধিকার আছে কিনা সেই মামলার শুনানিতে দুই পক্ষের বক্তব্য শুনলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। শুনানি শেষ রায়দান স্থগিত রাখলেন। নির্যাতিতার বাবা মা এদিন শুনানিতে আদালতকে জানালেন তাঁরা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন,”আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি। এছাড়াও আরও যে সমস্ত অভিযুক্তরা আছে তাদেরকেও দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সেটাই আমরা চাই। আমরা এখন আদালতের উপর ভরসা রাখছি। সিবিআইয়ের উপরও আমাদের ভরসা রাখতে হচ্ছে, কেননা এর পর আমাদের তো আর কোথাও যাওয়ার নেই।”
এদিন হাইকোর্টে (Sanjay Roy HC) আরজি কর মামলার শুনানি চলাকালীন নির্যাতিতার বাবার আইনজীবী সুদীপ্ত মৈত্র অভিযোগ করে বলেন, ”তাদেরকে আবেদনের কপি পাঠানো হয়নি।” এই বিষয়ে রাজ্যের এজি কিশোর দত্ত বলেন, ”দিল্লি পুলিশ এসটাবলিসমেন্ট অ্যাক্টের ৪১৭ এর (২) ধারা অনুযায়ী রাজ্যও আপিল জানাতে পারে আসামিকে যদি বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়। অথবা নিম্ন আদালত যে শাস্তির নির্দেশ দিয়েছে সেটা যদি যথাযথ না মনে হয়। অ্যাক্টের ৩৭৭ অনুযায়ী কেন্দ্র তদন্ত করছে এই ধরনের মামলায় তারাই আপিল করতে পারে। কিন্তু তারা রাজ্যের পিপি(পাবলিক প্রসিকিউটারকে) অনুমতি দিতে পারে এই ধরনের আপিলে যদি শাস্তি উপযুক্ত না হয়।”
শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক বলেন ,”বিএনএস এস (BNSS) ৪১৮ অনুয়ায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না করে, একমাত্র তখনই রাজ্য আপিল করতে পারে তদন্তের অগ্রগতির স্বার্থে।” রাজ্যের এজি বলেন, ”সিবিআইকে বিশেষ ক্ষেত্রে তদন্তের অধিকার দেওয়া মানেই রাজ্যের অধিকার উবে যায় না। আইন অনুযায়ী পিপির(পাবলিক প্রসিকিউটরের) অধিকার আছে আপিল করার (Sanjay Roy HC)।”
আরও পড়ুন:https://tribetv.in/soumyajit-dutta-son-of-bankura-raised-his-name/
মামলার সমস্ত রেকর্ড, কেসডাইরি সব কিছু সিবিআইয়ের হাতে। ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছিল। সিবিআই ৭ অক্টোবর চার্জশিট পেশ করে। ১৮ জানুয়ারি নিম্ন আদালত রায় ঘোষণায় দোষি সাব্যস্ত করে সঞ্জয় রায়কে (Sanjay Roy HC) । নিম্ন আদালতে রাজ্য কোনও আবেদন পর্যন্ত করেনি এই মামলায় যুক্ত হতে চেয়ে। রাজ্য সিবিআইকে সহযোগিতা করারও কোন চেষ্টা করেনি। এই ধরনের মামলায় রাজ্যের আপিলের এক্তিয়ারই নেই।
আরও পড়ুন: https://tribetv.in/allegations-of-corruption-in-rupashree-prakalpa/
অন্যদিকে সঞ্জয় রায়ের (Sanjay Roy HC) তরফে আইনজীবী যশ জালান নামে এক আইনজীবী আদালতে দাবি সে সঞ্জয়ের হয়ে হাইকোর্টে সওয়লা করবে। কিন্তু অন্য এক আইনজীবী কৌশিক গুপ্ত তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানালেন সঞ্জয় রায়ের হয়ে সওয়াল করার জন্য তাকে ওকালত নামা দেওয়া হয়েছে। যশ জালান নামের ঐ ব্যাক্তিকে তার পক্ষে সওয়াল করার সন্মতি দেয়নি সঞ্জয় নিজেই।
আরও পড়ুন: https://tribetv.in/two-petitions-seeking-sanjay-roy/
সঞ্জয় রায়ের (Sanjay Roy HC) ফাঁসির আর্জি সংক্রান্ত রাজ্যের আবেদন মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত। যদিও এদিন আরজি কর নিয়ে সিবিআই ও রাজ্যের মামলায় নিহত চিকিৎসক তরুণীর বাবা-মা জানিয়েছেন, তারা সঞ্জয় রায়ের মৃত্যুদন্ড চান না। তাঁরা চান আসত অপরাধীরা সবাই সামনে আসুক।