ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: DRDL-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র ঘুরে দেখেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী (Sanjay Seth Visits DRDO Missile Complex)। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী RCI-র বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন।
দুইদিনব্যাপী সফরে DRDO-এর মিসাইল ক্লাস্টার ল্যাব ঘুরে দেখেন সঞ্জয় সেঠ (Sanjay Seth Visits DRDO Missile Complex)
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ ১৬ ও ১৭ জুলাই ২০২৫-এ হায়দরাবাদে অবস্থিত ডঃ এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স পরিদর্শন করেন (Sanjay Seth Visits DRDO Missile Complex)। সফরের সময় তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL), রিসার্চ সেন্টার ইমারত (RCI) এবং অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি (ASL)-এর পরিচালনায় চলা মিসাইল ও অস্ত্র ব্যবস্থার প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন।
অ্যাস্ট্রা, স্ক্র্যামজেটসহ নানা প্রকল্পের খোঁজ নিলেন প্রতিমন্ত্রী (Sanjay Seth Visits DRDO Missile Complex)
DRDL-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র যেমন অ্যাস্ট্রা Mk I ও Mk II, ভার্টিকালি-লঞ্চড শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল প্রকল্প এবং স্ক্র্যামজেট ইঞ্জিন সুবিধা ঘুরে দেখেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী (Sanjay Seth Visits DRDO Missile Complex)। তাকে প্রকল্পগুলির বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেন ডিআরডিও-র মিসাইল ও স্ট্র্যাটেজিক সিস্টেম বিভাগের ডিজি ও বিশিষ্ট বিজ্ঞানী শ্রী ইউ রাজা বাবু এবং DRDL-এর ডিরেক্টর শ্রী জি এ শ্রীনিবাস মূর্তি।
দেশীয় প্রযুক্তির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এরপর RCI-র বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তাকে দেশীয় ন্যাভিগেশন ও অ্যাভিয়েশন সিস্টেম, অনবোর্ড কম্পিউটার বিভাগ এবং ইমেজিং ইনফ্রা-রেড সিকার প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে অবহিত করেন ডিরেক্টর অনিন্দ্য বিশ্বাস।

আরও পড়ুন: Bomb Threat: নিশানায় একের পর এক স্কুল! বোমাতঙ্কের ইমেলে হুলস্থুল দিল্লি-বেঙ্গালুরু
বিজ্ঞানীদের প্রশংসা
এই সফরের শেষে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ডিআরডিও-র বিজ্ঞানীদের প্রশংসা করে বলেন, অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা তৈরি করে তাঁরা আত্মনির্ভর ভারতের নির্মাণে বড় ভূমিকা রাখছেন। তিনি বৈজ্ঞানিক মহলকে বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে নিরন্তর গবেষণা ও উদ্ভাবন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।