Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। দলে প্রত্যাবর্তন হয়েছে গিলের, কাঁধে সহ অধিনায়কের দায়িত্ব। তবে এবার জল্পনা এশিয়া কাপের প্রথম একাদশ নিয়ে (Asia Cup 2025)।
প্রথম একাদশে অনিশ্চিত ভারতীয় তারকা (Asia Cup 2025)
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। সেই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে একদিকে যেমন বিতর্ক তৈরি হয়েছে তেমনই বাড়ছে উত্তেজনার পারদ। এশিয়া কাপ যত কাছে আসছে ততই চর্চা বাড়ছে ভারতের প্রথম একাদশ নিয়ে। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দলে দলে জায়গা করে নিয়েছেন স্যামসন ও জিতেশ শর্মা। তবে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবিদার হলেও প্রথম একাদশে জায়গা হবে কিনা সেই নিয়ে জল্পনা বাড়ছে (Asia Cup 2025)।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট লিগে টানা তিন ম্যাচে বড় রান এসেছে তার ব্যাটে। যার মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। ঘরোয়া ম্যাচে তার ফর্ম ভারতীয় ক্রিকেট দল ও সমর্থকদের স্বস্তি দিয়েছে। তবে এরকম ফর্মে থাকার পরেও প্রথম একাদশে জায়গা পাবে কিনা তারকা ব্যাটার সেটা অনিশ্চিত (Asia Cup 2025)।

আরও পড়ুন: Anti Aging: টাকা বাঁচান, রূপের সৌন্দর্য বাড়ান কিন্তু কিভাবে?
সঞ্জু স্যামসন টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ৬০০০-এর বেশি রান করেছেন। তবে সেই রানের বেশিরভাগটাই টপ থ্রি-তে খেলে এসেছে। কিন্তু এশিয়া কাপে সেই ছবি পাল্টাতে বলেই মনে করছেন অনেকে। কারণ প্রথম একাদশে এবং টপ অর্ডারে শুবমান গিল, অভিষেক শর্মাদের জায়গা কার্যত নিশ্চিত আর সে ক্ষেত্রে প্রথম তিনে সঞ্জু স্যামসনের জায়গা না হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে (Asia Cup 2025)।
সেই দিক থেকে খানিকটা এগিয়ে রয়েছেন জিতেশ শর্মা বলেই অনেকে মনে করছেন। কারণ জিতেশ শর্মাকে দেখা গেছে বেঙ্গালুরুর হয়ে মিডল বা লোয়ার মিডল অর্ডারে সাফল্য পেতে। গত মরশুমে প্রায় ১৭৬ স্ট্রাইক রেটে জিতেশ শর্মা করেছিলেন ২৬১ রান। ভারতীয় দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেটা এখন সময়ই বলবে (Asia Cup 2025)।