ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২২ ডিসেম্বর, ২০০৩ সালে ভারতের সংবিধানে অষ্টম তফসিলে জায়গা করে নেয় সাঁওতালি ভাষা (Santali Language Day)। একই সঙ্গে স্বীকৃতি পায় বোড়ো, ডোগরি, মৈথিলি ভাষাও। সারা পৃথিবীর সাঁওতালি ভাষী মানুষের কাছে ২২ ডিসেম্বর আনন্দের ও স্মরণীয় দিন। সাঁওতালি মানুষজনের কাছে ভাষা বিজয় দিবস। অনেক লড়াই করে আন্দোলনের পথ ধরে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হয়েছে সাঁওতালি ভাষা।
রায়গঞ্জে পালিত ‘ভাষা বিজয় দিবস’ (Santali Language Day )
২২ শে ডিসেম্বর শুধু ভাষা দিবস না, ভাষা বিজয় দিবস। যেখানে যেখানে আছে সাঁওতালি মানুষজনের বাস, সেখানে সেখানেই রবিবার পালিত হয়েছে ভাষা দিবস(Santali Language Day )। তবে এই আনন্দের দিন অন্য মাত্রা পেয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে(Raiganj)। রবিবার রায়গঞ্জের বোগ্রামের পণ্ডিত রঘুনাথ পল্লীতে চলে দিনভর অনুষ্ঠান। এদিন অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান ও পুজোপাঠের মাধ্যমে শুরু হয় ভাষা বিজয় দিবসের কর্মসূচি। তারপর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বোগ্রাম থেকে শিলিগুড়ি মোড় পরিক্রমা করে সাঁওতালি ভাষাভাষী মানুষজন। গোটা দিনটাই মুখর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে।
মুখ্য ভূমিকায় বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Santali Language Day )
সাঁওতালি ভাষা বিজয় দিবসে রায়গঞ্জের গোটা অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। অনুষ্ঠানস্থলে জমায়েত হয়েছিল বহু মানুষজন। আনন্দের দিনে তাঁরা মেতে উঠেছিলেন নাচে-গানে। এদিনের অনুষ্ঠান মঞ্চে নিজেকে আদিবাসীদের অংশ হিসাবেও আখ্যা দেন। এদিন তিনি বলেন, ”আজকের দিনটা আদিবাসীদের জন্য একটা গর্বের দিন, অহংকারের দিন।” শুধুতাই নয় এদিন তিনি মঞ্চ থেকে সাঁওতালি ভাষায় চালু হওয়া দেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইট টেলিভিশন চ্যনেল ‘ট্রাইব টিভি’। সেকথাও জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
আরও পড়ুন: Pous Mela 2024: স্বমহিমায় ফিরছে ঐতিহ্যবাহী পৌষমেলা, কবে শুরু? দেখে নিন দিনক্ষণ…..
বিশেষ ভূমিকা কৃষ্ণ কল্যাণীর
আদিবাসী সংস্কৃতিকে শুধু ছড়িয়ে দেওয়াই নয়, আদিবাসী সমাজের উত্তরণের জন্য বিশেষ ভূমিকা আছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। বিধায়রক হিসেবে তিনি এক বছরের জন্য দত্তক নিয়েছিলেন একটি আদিবাসী গ্রাম। করোনাকালেও গরিব, অসহায় আদিবাসী মানুষজনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক। রবিবার ভাষা বিজয় দিবসের মঞ্চ থেকে আদিবাসী সমাজকে আরও এগিয়ে যাওয়ার বার্তা দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
মুখরিত ছিল নাচে-গানে-আনন্দ-উৎসবে
২০০৩ সালে ভারতের সংবিধানের ৯২তম সংশোধনীর দ্বারা সাঁওতালি ভাষা অন্তর্ভুক্ত হয়েছিল দেশজুড়ে এই দিনটি পালিত হয় ভাষা বিজয় দিবস হিসেবে। রবিবার রায়গঞ্জে সেই অনুষ্ঠান মুখরিত ছিল নাচে-গানে-আনন্দ-উৎসবে। রবিবারের দিনভরের অনুষ্ঠান জানান দিয়েছে, আরও এগিয়ে যেতে চায় আদিবাসী সমাজ।