ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী ছবির দাপট। শুধু পশ্চিমবঙ্গ নয়। এখন গোটা দেশ জুড়ে চলছে ‘পুষ্পা ২’ (Pushpa 2) এর দাপট। আর সেই দাপটে কি ফিকে হয়ে যাচ্ছে ‘সন্তান’ (Santan)? হল পাচ্ছে না। দক্ষিণ কলকাতায় নাকি কোনও সিঙ্গেল স্ক্রিনে জায়গা পাচ্ছে না রাজ-শুভশ্রী-মিঠুনের ‘সন্তান’ ছবি। রাত পেরোলেই ২০ ডিসেম্বর। মুক্তি পেতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি। কিন্তু দক্ষিণী ছবির ঝড়ের দাপটে হল পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
রাজের প্রথম ফ্যামিলি ড্রামা (Santan)
এই প্রথম বড়পর্দায় আসছে রাজ চক্রবর্তী (Raj Chakroborty) পরিচালিত ফ্যামিলি ড্রামা (Family Drama)। ইতিমধ্যেই ছবিটির স্ক্রিনিং হয়ে গিয়েছে (Santan)। ছবি দেখে চোখে জল এসেছে কলা কুশলীদের। সিনেপাড়ায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ‘সন্তান’ ছবিটি। একেবারে সময় উপযোগী ছবি।
প্রসেনজিতের মুখে সন্তানের প্রশংসা (Santan)
এর আগে যখন ট্রেলার মুক্তি পেয়েছিল, তখনও সবাই প্রশংসা করেছেন। খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prosenjit Chatterjee) বলতে শোনা গিয়েছিল, ছবিটি দুর্দান্ত হয়েছে (Santan)। ছবিটি দেখার জন্য তিনি দর্শকদের অনুরোধ করেছিলেন।
আরও পড়ুন: Dev: দেব-রুক্মিণী ভালো আছে, অন্যের কথায় কান দেন না! অকপট অভিনেতা
চিন্তায় ‘সন্তান’ টিম (Santan)
ছবি মুক্তির আগেই হল না পাওয়া নিয়ে ক্ষোভের ছবি দেখা গিয়েছে টলিউডে। বাংলা ছবির অ্যাডভান্স বুকিং শুরু হচ্ছে দেরিতে। বুধবার সন্ধ্যেতে রাজ চক্রবর্তী হল না পাওয়া নিয়ে একটু বিব্রত ছিলেন। তিনি প্রচার করেছিলেন নিজের মতো করে। তবে হলের বিষয়টা ‘সন্তান’ টিমের মাথায় বারংবার ঘুরছিল। দুঃখের বিষয়। দক্ষিণ কলকাতার একাধিক হলে ‘সন্তান’ শো পায়নি। যার অন্যতম কারণ বলতে পারেন, বঙ্গে অন্য ভাষার ছবির দাপট।
কোথায় কোথায় ‘সন্তান’ শো পেল?
মধ্যমগ্রাম, ব্যারাকপুর, রাজারহাট, বারুইপুর, সোনারপুরসহ বহু জায়গাতেই ‘সন্তান’ শো পেলেও, ফলাফল খুব একটা আশাপ্রদ নয়। দক্ষিণ কলকাতার প্রেক্ষাগৃহগুলির মধ্যে আইনক্স হাইল্যান্ড পার্ক, সিনেপলিস অ্যাক্রোপলিস মল, আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, পিভিআর মানি স্কোয়্যার মল সহ বহু জায়গায় সন্তান শো পেয়েছে। এছাড়াও শো পেয়েছে সটলেক, হাওড়ার বেশ কয়েকটি হলে। জেলার ক্ষেত্রে বিচার করলেও মাল্টিপ্লেক্সে শো পেয়েছে ‘সন্তান’। এসভিএফ এর এই ছবি নন্দন কিংবা প্রিয়ার মতো সিনেমা হলে জায়গা পায়নি। আপরদিকে দক্ষিণ কলকাতার সিঙ্গেল স্ক্রিনেও সন্তানের শো’য়ের অবস্থা ভীষণ খারাপ। মাল্টিপ্লেক্সে সর্বাধিক চারটি করে শো পেয়েছে এই ছবিটি।
আরও পড়ুন: Dev: ‘পুষ্পা ২’ এর দাপটে চাপে ‘খাদান’! ক্ষোভ উগরে দিলেন দেব
সিঙ্গেল স্ক্রিনে শো পাওয়া জরুরি
বর্তমান দিনে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিনে শো পাওয়াটা খুব জরুরি ছিল। বিশেষ করে ব্যবসার জন্য এটা অত্যন্ত দরকার। কারণ মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনের টিকিটের দাম কম হয়। সেই কারণে মানুষ সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতে বেশি পছন্দ করেন। তাই কোনও ছবির পরিচালক বলুন কিংবা প্রযোজক, তাদের কাছে ছবি কটা সিঙ্গেল স্ক্রিন পেল, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘সন্তান’ উত্তর কলকাতায় তুলনামূলক ভাবে কম সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে। দক্ষিণ কলকাতাতে হাল আরও খারাপ।
বাংলাকে বুঝতে হবে, বাংলা ছবির কদর
সাম্প্রতিক সময়ে বাংলা ছবির দর্শককে হলমুখী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন টলিউডের কলাকুশলীরা। কিন্তু ছবি মুক্তির তারিখ চলে এলেও যখন হল পাওয়া যায় না, তখন বিষয়টা সত্যি চিন্তার কারণ। ছবির জনপ্রিয়তা কিংবা ছবিটা ভালো হবে নাকি খারাপ হবে, তার বিচার করবে দর্শক। কিন্তু তার আগে হল পাওয়াটা খুব দরকার। এর আগেও দেখা গিয়েছিল, বঙ্গে হিন্দি ছবি কিংবা অন্যান্য ভাষার ছবি রীতিমত রেকর্ড ভাঙা ব্যবসা করেছে। সেই জায়গায় বাংলা ছবি কেন পিছিয়ে থাকবে? প্রশ্নটা বাংলার কলাকুশলীদের। সবার আগে বাংলাকে বুঝতে হবে, বাংলা ছবির কদর।