Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : হঠাৎ করেই আগুনে আতঙ্কিত হয়ে পড়ল দক্ষিণ কলকাতার সন্তোষপুর স্টেশন চত্বর (Santoshpur Station )। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে শিয়ালদহ–বজবজ শাখার ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সকাল অফিস টাইমে এই ঘটনার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। যদিও দমকল ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

আংশিকভাবে চালু ট্রেন পরিষেবা? (Santoshpur Station )
অগ্নিকাণ্ডের ফলে শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত আপাতত পরিষেবা চালু হয়েছে। তবে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বিভাগ থেকে সবুজ সঙ্কেত না পাওয়া পর্যন্ত ওই রুটে পরিষেবা শুরু করা সম্ভব নয়। অফিস যাত্রীদের চাপ সামাল দিতে আংশিকভাবে ট্রেন চালু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

কীভাবে ঘটনা? (Santoshpur Station )
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্টেশন চত্বর ঘেঁষে থাকা দোকানগুলি একে অপরের সঙ্গে যুক্ত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত রেডিমেড জামা-কাপড়ের দোকানেই আগুন প্রথমে লাগে। পুজোর আগে দোকানগুলিতে প্রচুর নতুন স্টক মজুত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছে। একে একে সব দোকান ভস্মীভূত হয়ে যায়। আতান্তরে ব্যবসায়ীরা।

আগুন নিয়ন্ত্রণে আনা! (Santoshpur Station )
ঘটনা জানাজানি হতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পাশাপাশি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন দোকান থেকে আগুন ছড়িয়ে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। লেলিহান আগুনের শিখা স্টেশনের টিনের শেড ছাড়িয়ে যায়, যার জেরে আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু হয় যাত্রীদের মধ্যে।

যাত্রী দুর্ভোগ চরমে (Santoshpur Station )
আগুনের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। অফিস টাইমে ভিড় সামাল দিতে আংশিকভাবে ট্রেন চালু হলেও যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যাত্রী সুরক্ষার স্বার্থে রেল কর্তৃপক্ষ সন্তোষপুর স্টেশন হয়ে ট্রেন চলাচল আপাতত বন্ধ রেখেছে।
আরও পড়ুন : London: লন্ডনের রাস্তায় জনস্রোত, চাপে সরকার বিস্ফোরণ আগুন

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা (Santoshpur Station )
দমকল সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা এখনও ধোঁয়ায় আচ্ছন্ন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। পুলিশ ও দমকল একযোগে ঘটনার তদন্ত শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল থেকে নিরাপত্তা নিশ্চিত হওয়ার রিপোর্ট না পাওয়া পর্যন্ত মাঝেরহাট–বজবজ শাখার ট্রেন চালানো সম্ভব নয়।