ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মা সরস্বতী (Saraswati Puja 2025) হলেন বিদ্যার দেবী, শিল্প ও সংস্কৃতির দেবী। মায়ের আশীর্বাদে পৃথিবীতে বিরাজমান থাকে শিল্প। সৃষ্টি হয় নতুন নতুন ভাবনার। তাই আজ অর্থাৎ বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন সক্কলে। দেবীর আশীর্বাদে বিদ্যায়, সৃষ্টিতে, কৃষ্টিতে সমৃদ্ধ হন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ।
টলিপাড়াতে প্রতিবারের মত, এবারেও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন শিল্পীরা। চলুন এক ঝলকে ঘুরে আসি টলিপাড়ার সরস্বতী পুজোয়।
শুভশ্রী গাঙ্গুলীর বাড়ির পুজো (Saraswati Puja 2025)
বাগদেবীর (Saraswati Puja 2025) পুজোয় ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দু’হাত জোড় করে ভক্তিভরে মায়ের মন্ত্রোচ্চারণের মুহূর্তে দেখা মিললো তার। পরনে হালকা নীল শাড়ি, রুপোলি গয়নায় স্নিগ্ধ লাগছিল তাকে।
অভিনেত্রী দেবাদৃতা বসুর বাড়িতেও হয়েছে দেবী সরস্বতীর আরাধনা।
ইন্দ্রানী দত্তের বাড়ির পুজো (Saraswati Puja 2025)
জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী দত্তের বাড়ির পুজোর আয়োজন ছিল একেবারে জমজমাট। বেগুনী রঙের শাড়িতে অভিনেত্রীকে লাগছিলো দারুণ।
আর তার মেয়ে অভিনেত্রী রাজনন্দিনীর পরনে ছিল ঘিয়ে রঙ ও লাল রঙা পাড়ের শাড়ি। বরাবরের মতোই তার মুখে ছিল স্নিগ্ধ হাসি।
অভিজিৎ ভট্টাচার্যের বাড়ির পুজো (Saraswati Puja 2025)
জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বাড়িতেও বাগ দেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে।
সুরকার এবং গায়ক অভিজিৎ ভট্টাচার্য দেখা এদিন মিলল অফ হোয়াইট পাঞ্জাবিতে। একেবারে বাঙালি লুকে দেখা গিয়েছিল তাকে।