ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো(Saraswati Puja)। মা সরস্বতীর আরাধনা করলে জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা ও বাচন ক্ষমতা বৃদ্ধি পায়। এই কারণে ছাত্র ছাত্রীর পাশাপাশি প্রত্যেক মানুষেরই উচিত বাগদেবীর আরাধনা করা। এবং পুজোর দিন সকালবেলা অঞ্জলী দেওয়া। শাস্ত্র অনুসারে এই দিনেই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। এ বার রবি ও সোম, দু’দিন ধরেই পালিত হবে সরস্বতী পুজো। বাড়িতে পুরোহিত ডেকে পুজো করানো সব সময় সবার পক্ষে সম্ভব হয় না। সরস্বতী পুজোর দিন পুরোহিতরা প্রচণ্ড ব্যস্ত থাকেন, সেই কারণে ঠিক মতো সময়ও তাঁরা অনেক সময় দিতে পারেন না। এবারের সরস্বতী পুজো কি নিজেই করার কথা ভাবছেন? জেনে নিন পুরোহিত ছাড়া কিভাবেই নিজেই করবেন সরস্বতী পুজো। রইল সরস্বতী পুজোর পদ্ধতি।
সরস্বতী পুজোর শুভ সময় (Saraswati Puja)
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী পড়বে ২ ফেব্রুয়ারি সকাল ৯ টা ১৬ মিনিটে। অমৃতযোগ থাকবে সকাল ৭টা ৪ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত। মাহেন্দ্রযোগ থাকবে বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি সকাল ৬ টা ৫৩ মিনিটে পঞ্চমী ছেড়ে যাবে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পঞ্চমী পড়বে ২ ফেব্রুয়ারি বেলা ১২টা ১২ মিনিটে। অমৃতযোগ থাকবে সকাল ৭টা ৪ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত। মাহেন্দ্রযোগ থাকবে বেলা ১২টা ৫৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৭ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে(Saraswati Puja)।
সরস্বতী পুজোর পদ্ধতি (Saraswati Puja)
বসন্ত পঞ্চমীর দিন ভোরবেলা উঠে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে মাথা নীচু মাটি স্পর্শ করে প্রণাম করুন(Saraswati Puja)। এরপর স্নান সেরে হলুদ পোশাক পরুন। এদিন হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মা সরস্বতীর মূর্তি গঙ্গাজলে পরিষ্কার করে তাঁকে হলুদ বা সাদা বস্ত্র পরান। চন্দন, হলুদ, ফল, ফুল, রোলি, কেশর এবং চাল নিবেদন করুন। দেবীকে পুজোর ভোগ হিসেবে খিচুড়ি, দই ও হলুদ রঙের মিষ্টি এবং অনেক রকমের ফল নিবেদন করুন। দেবীর পায়ের কাছে বই, খাতা ও পেন রাখুন। যাঁরা গান বাজনার সঙ্গে যুক্ত, তাঁরা বাদ্যযন্ত্র রাখতে পারেন। এরপর প্রতিষ্ঠা মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করুন। তারপর একে একে স্তব, ধ্যান মন্ত্র উচ্চারণ করুন এক মনে। ধূপ ও প্রদীপ জ্বেলে দেবীর আরতি করুন। পুষ্প অর্পণ করার সময় পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ুন। দেবীকে নৈবেদ্য অর্পণ করুন। সব শেষে চরণে প্রণাম করে আশিস চেয়ে নিন।
আরও পড়ুন:Basanta Panchami: বসন্ত পঞ্চমীই কি মদনা পঞ্চমী? জানুন বসন্ত পঞ্চমীর তাৎপর্য
সরস্বতীর প্রতিষ্ঠা মন্ত্র
বাগদেবী প্রতিষ্ঠা মন্ত্রটি হল ওম ভূর্ভুবঃ স্বঃ সরস্বতী দেব্যৈ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ। এতানি পাদ্যাদ্যাচমনীয়-স্নানীয়ং, পুনরাচমনীয়ম্।। প্রতিষ্ঠার পর স্নান করানোর জন্য এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল– ওম মন্দাকিন্যা সমানীতৈঃ, হেমাম্ভোরুহ-বাসিতৈঃ স্নানং কুরুষ্ব দেবেশি, সলিলং চ সুগন্ধিভিঃ।। ওম শ্রী সরস্বতয়ৈ নমঃ।।(Saraswati Puja)
সরস্বতীর স্তব মন্ত্র
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা। শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।। শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা। বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ। পূজিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
আরও পড়ুন:Saraswati Puja 2025: ২ নাকি ৩ ফেব্রুয়ারি? ২০২৫ এ সরস্বতী পুজোর দিন কোনটি?
পুষ্পাঞ্জলী মন্ত্র
পুষ্পাঞ্জলী দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয়। এটি পুজোর প্রধান মন্ত্রও বটে। এটি হল– ‘সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোস্তুতে। নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।’
সরস্বতী পুজোর ধ্যান মন্ত্র
যা কুন্দেন্দু তুষারহার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা।
যা বীণাবরদণ্ডমণ্ডিতকরা যা শ্বেতপদ্মাসনা।।
যা ব্রহ্মচ্যুতশংকরপ্রভৃতিভির্দেবৈঃ সদা বন্দিতা।
সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজাড্যাপহা।।
শুক্লাং ব্রহ্মবিচারসারপরমাংধ্যাং জগদ্ব্যপনীং।
বাণী-পুস্তক-ধারিণীমভয়দাং জাড্যাংধকারপহাম্।।
হস্তে স্ফাটিক মালিকাং বিদধতীং পদ্মাসনে সংস্থিতাম্।
বন্দে তাং পরমেশ্বরী ভগবতীং বুদ্ধিপ্রদাং শারদাম্।।