ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজনীতিবিদ হিসেবে সফল শতাব্দী রায় (Satabdi Roy)। তবে এর পাশাপাশি আরও এক বড় পরিচয় রয়েছে তাঁর। নিজের অভিনয়ের গুণে দর্শকদের মনে বড় জায়গা জুড়ে রয়েছেন তিনি। বেশ অনেক গুলো বছর রূপোলি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। ১৪ বছর পর ফিরছেন পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরে ‘বাৎসরিক’ (Batsorik) ছবিতে। তাঁর এই কামব্যাকে অনুরাগীরা ভীষণ খুশি। বলা যেতে পারে, ছবির অপেক্ষায় এক প্রকার দিন গোনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। কোন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী? ছবিটি কি ভূতের গল্প নিয়ে? কে কে আছেন অভিনয়ে ? এমনই নানা প্রশ্ন ভিড় করছে দর্শকদের মনে।
ছবির কল্যাণ প্রার্থনায় তারাপীঠে (Satabdi Roy)
অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Roy) ‘বাৎসরিক’ ছবির কল্যাণে ভোরবেলা বন্দে ভারত ট্রেনে রওনা দেন তারাপীঠে। সাথে ছিলেন পরিচালক মৈনাক ভৌমিক ও টিমের সদস্যরা। অপরদিকে এই একই সময় তারাপীঠে রওনা দেন ‘গৃহপ্রবেশ’ সিনেমার পরিচালক ইন্দ্রজিৎ দাশগুপ্ত। ‘গৃহপ্রবেশ ‘ ছবির অভিনয়ে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) ও জিতু কমলকে (Jitu Kamal)।
ভূতে ভয় পান! (Satabdi Roy)
বাৎসরিক ছবিতে দেখা যাবে শতাব্দী ও ঋতাভরী যে বাড়িতে থাকেন সেখানে নানা রকম ভৌতিক কাণ্ড ঘটে। ‘বাৎসরিক’ ছবি প্রসঙ্গে সাক্ষাৎকারে শতাব্দী রায়ের (Satabdi Roy) মুখে অনেকবারই শোনা গেছে যে, তিনি ব্যক্তিগত ভাবে ভূতে ভয় পান। তিনি যখন দিল্লির বাড়িতে একা থাকেন, তখন সবসময় টিভি চালিয়ে রাখেন নয় লাইট জ্বালিয়ে রাখেন ঘরে।
আরও পড়ুন: Anushka Sharma: কথা বলার ভাষা হারিয়েছেন বিরাট, শোকাহত অনুষ্কা! এমনটা ভাবতেও পারেননি

বৌদি ননদের জুটি
‘বাৎসরিক ‘ ছবিটি ভৌতিক ও রহস্যজনক। তুলে ধরা হবে দুই নারীর গল্প। বৌদি ননদের জুটি। শতাব্দীর রায়ের (Satabdi Roy) সঙ্গে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty)। গল্পে ঋতাভরীর ননদ শতাব্দী রায়ের চরিত্রের নাম স্বপ্না। ঋতাভরীর চরিত্রের নাম বৃষ্টি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঈশান মজুমদার। ছবির গল্প অনুযায়ী, ঋতাভরী অভিনীত চরিত্রটি স্বামীকে হারিয়ে একা হয়ে যাবে। আর ননদ চরিত্রে শতাব্দী রায় ভাববে তাদের বাড়িটি তারা কি করবে। কারণ একজনের মৃত্যুতে বাড়িটি যেন বদলে গেছে। গল্পের মূল বিষয়, এমন অবস্থায় বৌদি ও ননদের সম্পর্কের সমীকরণ।
আরও পড়ুন: Iman Chakraborty: মানুষের ভেদা ভেদে বিশ্বাস করি না, দেবী বগলামুখীর পুজোয় ইমনের বার্তা

খালি ছবির ফ্রেমে মালা
‘বাৎসরিক’ পোস্টারে দেখা গিয়েছে একটি খালি ছবির ফ্রেমে রজনীগন্ধার মালা পরানো রয়েছে। পাশে রাখা খালি ফুলদানি, ধূপদানি ও প্রদীপ আর রয়েছে বেশ কিছু বই। পোস্টটারটি দেখলেই বোঝা যায়, গল্পে এক গা ছমছমে অনুভূতি রয়েছে। আগে কখনও অভিনেত্রী শতাব্দী রায়কে হরর থ্রিলারে দেখা যায়নি। আবার অন্যদিকে অনেক বছর রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। সব মিলিয়ে দর্শকদের মনে ভিড় করছে কৌতূহলের পাহাড়।